তালায় বাল্য বিবাহ নিরোধে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

0
457

তালা প্রতিনিধি : যথাযথ ভাবে তালায় বাল্য বিবাহ নিরোধ দিবস-১৭ পালিত হয়েছে। তালা উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে, দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার সকালে র‌্যালী, মানবন্ধন ও আলোচনা সভার আয়োজন করা হয়। স্থানীয় উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন, ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অনিমেষ বিশ্বাস।
তালা প্রেসক্লাবের সভাপতি প্রণব ঘোষ বাবলুর পরিচালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, তালা উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার। উক্ত সভায় অন্যন্যের মধ্যে তালা মহিলা কলেজের অধ্যক্ষ মো. আব্দুর রহমান, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. সামছুল আলম, উপজেলা সমাজসেবা অফিসার মো. রফিকুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আতিয়ার রহমান, উপজেলা যুব উন্নয়ন অফিসার মো. ওবায়েদুল হক হাওলাদার, তালা শহীদ আলী আহম্মদ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক নবকৃষ্ণ মন্ডল, তালা শহীদ কামেল মডেল হাই স্কুলের সহকারী শিক্ষিকা চন্দনা রানী গুহ ও তালা মহিলা কলেজের ছাত্রী মাহবুবা ফেরদৌসি দোলা বক্তব্য রাখেন।
সভায় স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা মহিলা বিষয়ক অফিসার নাসরিন জাহান। সভায় বক্তারা বাল্য বিবাহ নিরোধে জনসচেনতা বৃদ্ধির উপর বিশেষ গুরুত্ব আরোপ করেন। উক্ত কর্মসূচী সমূহে তালা মহিলা কলেজ, তালা শহীদ আলী আহম্মদ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ও তালা শহীদ কামেল মডেল হাই স্কুলের ছাত্রীরা স্বতঃস্ফূর্ত অংশগ্রহন করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here