তালায় বিশ্ব জনসংখ্যা দিবস পালিত

0
405

তালা প্রতিনিধি :“পরিকল্পিত পরিবার-সুরক্ষিত মানবাধিকার”- প্রতিপাদ্য শ্লোগানকে সামনে রেখে তালায় বিশ্ব জনসংখ্যা দিবস-১৮ যথাযথ ভাবে পালিত হয়েছে। তালা উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের আয়োজনে দিবসটি উপলক্ষে বুধবার সকাল সাড়ে ৯টায় র‌্যালী অনুষ্ঠিত হয়। র‌্যালীটি তালা উপশহরের গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিন করে। পরে সংশ্লিষ্ঠ বিষয়য়ে এক আলোচনা সভা, তালা হাসপাতালস্থ নিপোর্ট এর প্রশিক্ষণ কক্ষে অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন, তালা উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া আফরীন। পরিবার পরিকল্পনা বিভাগের পরিদর্শন কাজী লিমনুুজ্জামানের পরিচালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার। সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন যথাক্রমে- তালা মহিলা কলেজের অধ্যক্ষ মো. আব্দুর রহমান, সাতক্ষীরা জেলা পরিষদ সদস্য, সাংবাদিক মীর জাকির হোসেন, পরিবার পরিকল্পনা বিভাগের মা ও শিশু চিকিৎসক ডা. মোঃ আবুল বাসার, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান জেবুন্নেছা খানম, জালালপুর ইউপি চেয়ারম্যান এম. মফিদুল হক লিটু ও ধানদিয়া ইউপি চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর হোসেন। এছাড়া সভায় সাংবাদিক আব্দুল আলীম, পরিবার কল্যাণ পরিদর্শক মো. মোসলেম শেখ, পরিবার কল্যাণ পরিদর্শক শিখা আক্তার, পরিবার কল্যাণ পরিদর্শক রেহেনা পারভীন ও পরিবার কল্যাণ সহকারী মোছা. মোমতাজ বেগম বক্তব্য রাখেন। সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার মো. আমিনুল ইসলাম। সভা শেষে পরিবার পরিকল্পনা বিভাগের গোটা বছরের ভাল কাজের স্বীকৃতি হিসেবে ৬ জন ব্যক্তিকে পুরস্কার প্রদান করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here