তালায় ব্যতিক্রম অনুষ্ঠানের মধ্য দিয়ে শান্তিঘর’র ফলক উন্মোচন

0
385

তালা প্রতিনিধি : তালার বিশিষ্ট কবি, সাহিত্যিক তপন কুমার পাল কর্তৃক প্রতিষ্ঠিত ও পরিচালিত সঙ্গীত শিক্ষা প্রতিষ্ঠান- শান্তি সুর ও নাট্য নিকেতন (শান্তিঘর) এর ফলক উন্মোচন করা হয়েছে। গত বুধবার সন্ধ্যায় তালার তেঘরিয়া গ্রামে স্থাপিত উক্ত শান্তিঘর এর আনুষ্ঠানিক উন্মোচন উপলক্ষ্যে বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব ওস্তাদ ইয়াছিন হোসেনকে সংবর্ধনা, শিশুদের মাধ্যমে ব্যতিক্রম ভাবে অনুষ্ঠান পরিচালনা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও মহান ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলী জ্ঞাপন সহ নানান কর্মসূচীর আয়োজন করা হয়। শান্তিঘর এর ফলক উন্মোচন অনুষ্ঠান উপলক্ষ্যে এক সভা শিক্ষক কার্তিক চন্দ্র সরকার’র সভাপতিত্বে অনুষ্ঠি হয়। সভায় স্বাগত বক্তৃতা করেন, শান্তিঘর’র প্রতিষ্ঠাতা পরিচালক কবি তপন কুমার পাল। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, খেশরা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রভাষক রাজিব হোসেন রাজু। শিশু শিক্ষার্থী লিউ চামেলী, নবনীতা হালদার, সৌম্যদেব সাধু ও সায়মা আমিন ছোয়া এর যৌথ পরিচালনায় বিশেষ অতিথির বক্তৃতা করেন, বীর মুক্তিযোদ্ধা এম. এম. ফজলুল হক, বীর মুক্তিযোদ্ধা এম. ময়নুল ইসলাম, তালা রিপোর্টার্স ক্লাব’র সাধারন সম্পাদক বি. এম. জুলফিকার রায়হান, সঙ্গীতাজ্ঞ ইয়াছিন হোসেন, সাবেক ইউপি সদস্য রাশেদ সানা, আল আমীন মাষ্টার, শিক্ষিকা ও কবি রাবেয়া বসরি, আওয়ামীলীগ নেতা তফেজ উদ্দীন, আবু হোসেন অপু, শেখ মোকবুল হোসেন ও সঙ্গীত শিক্ষক স্বপন কুমার দেবনাথ প্রমুখ বক্তৃতা করেন। পরে, সাংস্কৃতিক ক্ষেত্রে বিশেষ ভূমিকা রাখায় তালার বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব সঙ্গীতাজ্ঞ ইয়াছিন হোসেনকে সংবর্ধনা প্রদান করা হয়। এছাড়া শিশুদের সাংস্কৃতিক অনুষ্ঠান সহ নানান কর্মসূচী পালিত হয়। এসময় এলাকার বিভিন্ন শ্রেণি পেশার শত শত নারী-পুরুষ উপস্থি ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here