তালায় মৎস্য চাষীদের উন্নত জলজ পালন বিষয়ে প্রশিক্ষন প্রদান

0
355

তালা প্রতিনিধি : তালায় চিংড়ি ও সাদা মাছ চাষীদের নিরাপদ খাদ্য ও উন্নত জলজ পালন বিষয়ক প্রশিক্ষন অনুষ্ঠিত হয়েছে। উপজেলা মৎস্য অফিসের আয়োজনে রোববার সকালে উপজেলা গ্রামিন মৎস্য খামারে প্রশিক্ষনটি অনুষ্ঠিত হয়।
২০১৮-১৯ আর্থিক সালে রাজস্ব খাতের আওতায় ২য় ব্যাচে উপজেলার বিভিন্ন এলাকার মৎস্য চাষীদের গুড একুয়াকালচার প্রাকটিস এন্ড ফুড সেফটি বিষয়ে প্রশিক্ষন প্রদান করেন, উপজেলা সিনিয়র মৎস্য অফিসার (ভারপ্রাপ্ত) নির্মল কুমার ঘোষ। এসময় সাংবাদিক আব্দুল আলীম, ক্ষেত্র সহকারী রফিজ উদ্দীন সহ মৎস্যচাষী সমীর কুমার দাশ, এস. আর. আওয়াল, জুলফিকার রায়হান, মানজুরুল হাসান বাবুল, জাকির হোসেন, আব্দুল আলীম, আছাদুল ইসলাম, সিদ্দিক ও আলমগীর হোসেন সহ প্রশিক্ষনপ্রাপ্ত ২০জন চাষী উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, সংশ্লিষ্ট প্রকল্পের আওতায় ইতোপূর্বে ১ম ব্যাচে ২০জন মৎস্য চাষীকে প্রশিক্ষন দেয়া হয়। উক্ত প্রশিক্ষনে মাছ চাষীদের অধিকতর লাভবান করার জন্য সঠিক ও স্বাস্থ্যকর ভাবে মাছ চাষ ও বাজারজাতকরন সহ সার্বিক বিষয়ে ধারনা দেয়া হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here