তালায় শারদীয় দূর্গোৎসব উপলক্ষ্যে ১৭৮টি মন্ডপে অনুদান বিতরন

0
360

বি. এম. জুলফিকার রায়হান, তালা: তালা উপজেলা প্রশাসন ও উপজেলা পূজা উদ্যাপন পরিষদের উদ্যোগে শারদীয়া দূর্গোৎসব সুষ্ঠভাবে উদ্যাপন করার লক্ষ্যে উপজেলার ১৭৮টি পূজা মন্ডপের অনুকূলে সরকারি অনুদান বিতরন করা হয়েছে।

স্থানীয় সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) সংসদ সদস্য অ্যাড. মুস্তফা লুৎফুল্লাহ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পূজা মন্ডপগুলোর মাঝে অনুদান বিতরন উদ্বোধন করেন।

এউপলক্ষ্যে মঙ্গলবার সকালে তালা শিল্পকলা অ্যাকাডেমি হলরুমে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন, তালা উপজেলা নির্বাহী অফিসার মো. ফরিদ হোসেন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার শেখ মুজিবর রহমান, তালা উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা পূজা উদ্যাপন পরিষদ’র সভাপতি ঘোষ সনৎ কুমার, বাংলাদেশ আওয়ামী যুবলীগ’র কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সম্পাদক মো. রফিকুল ইসলাম, তালা থানার ওসি মো. হাসান হাফিজুর রহমান, পাটকেলঘাটা থানার ওসি (তদন্ত) উজ্জ্বল মিত্র, জেলা কৃষকলীগ সভাপতি বিশ্বজিৎ সাধু ও তালা উপজেলা পূজা উদ্যাপন পরিষদ’র সাধারন সম্পাদক, সাংবাদিক প্রণব ঘোষ বাবলু।

তালা উপজেলা পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি নারায়ন চন্দ্র মজুমদার’র পরিচালনায় অন্যান্যের মধ্যে তালা মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ মো. আব্দুর রহমান, শহীদ মুক্তিযোদ্ধা মহাবিদ্যালয়ের অধ্যক্ষ এনামুল ইসলাম, তালার শালিখা ডিগ্রী কলেজ’র অধ্যক্ষ বিধান চন্দ্র সাধু, তালা উপজেলা যুবলীগ’র সভাপতি ও তালা সদর ইউপি চেয়ারম্যান সরদার জাকির হোসেন, ইউপি চেয়ারম্যান অধ্যাপক সুভাষ সেন, গনেশ দেবনাথ, মতিয়ার রহমান, সরদার রফিকুল ইসলাম ও উপজেলা ছাত্রলীগের সভাপতি সরদার মশিয়ার রহমান প্রমুখ।

এসময় দূর্গা পূজা সুষ্ঠভাবে উদ্যাপনের জন্য মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক প্রদত্ত ৫০০ কেজি করে চাউল মন্ডপ প্রতি অনুদান হিসেবে দেয়া হয়।

এবপারে তালা উপজেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি ঘোষ সনৎ কুমার ও সাধারন সম্পাদক প্রণব ঘোষ বাবলু জানান, এবছর তালা উপজেলায় সর্বোচ্চ সংখ্যক পূজা মন্ডপ স্থাপিত হয়েছে। পূজা উপলক্ষ্যে আইন শৃঙ্খলা বাহিনী তৎপর থাকায় উৎসবমূখর পরিবেশে পূজা অনুষ্ঠিত হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here