তালায় সচেতনতা সৃষ্টিতে সাস’র বাইসাইকেল র‌্যালী অনুষ্ঠিত

0
761

তালা প্রতিনিধি : সাতক্ষীরা জেলা প্রশাসক এস.এম. মোস্তফা কামাল কর্তৃক গৃহিত ক্লিন সাতক্ষীরা-গ্রীন সাতক্ষীরা কর্মসূচী বাস্তবায়নে তালার মানুষদের সচেতনতা সৃষ্টিতে বাইসাইকেল র‌্যালী অনুষ্ঠিত হয়েছে। তালাস্থ বেসরকারি উন্নয়ন সংস্থা- সাস’র উদ্যোগে সাংস্কৃতিক ও ক্রীড়া কর্মসূচীর আওতায় উক্ত র‌্যালীর আয়োজন করা হয়।
পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) অর্থায়নে, “জাগিয়া উঠিল প্রাণ” স্লোগানকে সামনে রেখে উক্ত কর্মসূচীতে ৮টি মাধ্যমিক বিদ্যালয়ের শতাধিক ছাত্র ও ছাত্রী গ্রীন টি-শার্ট পরিধান করে র‌্যালীতে অংশগ্রহন করে। বৃহস্পতিবার সকালে মহান্দি বাজার থেকে শুরু হয়ে র‌্যালীটি তালায় এসে উপশহর প্রদক্ষিন করে। পরে উপজেলা পরিষদ চত্বরে এক সংক্ষিপ্ত আলোচনা সভা সাস’র নির্বাহী পরিচালক শেখ ইমান আলী’র সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এসময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, তালা উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার। সাস’র প্রোগাম অফিসার শামীম হোসেন মিঠু’র সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন মহান্দী প্রগতি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নীহার রঞ্জন বিশ^াস, খলিলনগর ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক খান রেজাউন উল্লাহ, তালা রিপোটার্স ক্লাবে সাধারন সম্পাদক বি.এম জুলফিকার রায়হান, মাষ্টার স্বপন কুমার মিত্র, সাংস্কৃতি ও ক্রীড়া কর্মসূচীর ফোকাল পার্সন মো. শাহা আলম, সাস’র প্রোগ্রাম অফিসার মো. রুহুল আমিন ও আব্দুর রহমান প্রমুখ। এসময় সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।