তালায় ১৬টি জলাশয়ে ৬৬২ কেজি মাছের পোনা অবমুক্ত

0
638

নিজস্ব প্রতিবেদক, তালা: তালা উপজেলা মৎস্য অধিদপ্তরের উদ্যোগে উপজেলার ১৬টি পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। ২০১৭-২০১৮ অর্থ বছরের রাজস্ব খাতের আওতায় মঙ্গলবার দুপুরে তালা উপজেলা পরিষদের পুকুরে মাছের পোনা অবমুক্ত করার মধ্যদিয়ে আনুষ্ঠানিক ভাবে পোনা অবমুক্ত কর্মসূচীর উদ্বোধন করা হয়। যুগ্ম সচিব ও অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন), খুলনা সুবাস চন্দ্র সাহা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মাছের পোনা অবমুক্ত করা হয়। এসময় সাতক্ষীরা জেলা প্রশাসক আবুল কাশেম মো. মহিউদ্দিন, সাতক্ষীরা জেলা পুলিশ সুপার মো. আলতাফ হোসেন, তালা উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, উপজেলা নির্বাহী অফিসার মো. ফরিদ হোসেন, সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. আতিকুল হক, সহকারী পুলিশ সুপার মো. হুমায়ুন কবীর, তালা থানার ওসি মো. হাসান হাফিজুর রহমান, উত্তরণ পরিচালক শহিদুল ইসলাম, সাতক্ষীরা জেলা মৎস্য কর্মকর্তা মো. শহিদুল ইসলাম, তালা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মো. তৌফিকুল ইসলাম, উর্দ্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তা মো. নাজমুল হুদা ও মৎস্য অফিসের ক্ষেত্র সহকারী মো. রফিজ উদ্দীনসহ সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, এনজিও প্রতিনিধি, সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধি উপস্থিত ছিলেন।

উপজেলা মৎস্য অফিস সূত্রে জানাগেছে, চলতি বছর উপজেলার ১৬টি পুকুরে রাজস্ব খাতের আওতায় ৬৬২ কেজি রুই, কাতলা ও মৃগেল জাতীয় মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here