তালা মহিলা কলেজে একাদশ শ্রেণির পাঠদান উদ্বোধন

0
293

তালা প্রতিনিধি : তালার ঐতিহ্যবাহী নারী শিক্ষা প্রতিষ্ঠান- তালা মহিলা ডিগ্রী কলেজের ২০১৯-২০২০ শিক্ষাবর্ষের একাদশ শ্রেনীর ভর্তিকৃত ছাত্রীদের শ্রেনী পাঠদান কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে। সোমবার সকাল ১০টায় সংশ্লিষ্ট কলেজ কক্ষ্যে পাঠদান উদ্বোধন উপলক্ষ্যে এক অনুষ্ঠান তালা মহিলা ডিগ্রী কলেজের প্রতিষ্ঠাতা ও বিশিষ্ট শিক্ষানুরাগী ব্যক্তিত্ব এম. এ. কাশেম’র সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) সংসদ সদস্য অ্যাড. মুস্তফা লুৎফুল্লাহ। স্বাগত বক্তৃতা করেন, কলেজের অধ্যক্ষ মো. আব্দুর রহমান।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন তালা উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া আফরীন, উপজেলা তালা থানার ওসি মো. মেহেদী রাসেল, সাতক্ষীরা জেলা পরিষদের সদস্য সাংবাদিক মীর জাকির হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমান ও মুরশিদা পারভীন পাপড়ি। কলেজের ক্রীড়া শিক্ষক গাজী নজরুল ইসলাম’র পরিচালনায় এসময় অন্যান্যের মধ্যে সংশ্লিষ্ট কলেজের উপাধ্যক্ষ শেখ শফিকুল ইসলাম, তালা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার মো. মফিজ উদ্দীন, জেএসডির কেন্দ্রীয় নেতা মীর জিল্লুর রহমান, উপজেলা ছাত্রলীগ সভাপতি শেখ সাদী, শিক্ষার্থী সন্ধি ও প্রীতি সাহা প্রমুখ বক্তৃতা করেন। ক্লাস উদ্বোধন অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধায়নে ছিলেন অত্র কলেজের ভূগোল বিভাগের সহকারী অধ্যাপক মো. আবু হাসান। অনুষ্ঠান শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয় এবং বাল্য বিবাহ ও ঈভটিজিং রোধ সহ নারী শিক্ষা বৃদ্ধির উপর বিশেষ গুরুত্বারোপ করে “চেতনার শুরু” নাটিকা অত্র কলেজের ছাত্রীরা পরিবেশন করেন।
এবিষয়ে তালা মহিলা ডিগ্রী কলেজ’র অধ্যক্ষ মো. আব্দুর রহমান জানান, ২০১৯-২০২০ শিক্ষাবর্ষে অত্র কলেজে একাদশ শ্রেনীর ৪টি বিভাগে ৪৩০ জন ছাত্রী ভর্তি হয়েছে। যা অন্যান্য কলেজের মধ্যে ছাত্রী ভর্তির ক্ষেত্রে অন্যতম সেরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here