তিনজন গ্রেফতারের মধ্যে এক বন্ধুর আদালতে জবানবন্দি প্রদান দু’জনকে রিমান্ড চাওয়া হয়েছে

0
288

যশোর সদরে দুই বন্ধুর হাকে নৃশংস খুন শ্রাবনের লাশ মাটি খুড়ে উদ্ধারের ঘটনায় মামলা

বিশেষ প্রতিনিধি : ত্রিমুখী দ্বন্দ্বের জের ধরে কলেজ পড়–য়া শিক্ষার্থী পল্লব দত্ত ওরফে শ্রাবণ (১৭) কে তার দুই বন্ধু ডেকে নিয়ে নৃংশভাবে হত্যা করে লাম গুম করার উদ্দেশ্যে মাটিতে পুতে রাখার ঘটনা ফাঁস হয়ে পড়েছে। নিহত কলেজ পড়–য়া শ্রাবনের পিতা বিকাশ চন্দ্র দত্ত বাদি হয়ে রোববার গভীর রাতে কোতয়ালি মডেল থানায় ৩ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ২/৩জনের নামে মামলা দায়ের করেছে। পুলিশ ইতিমধ্যে অত্যাধুনিক যন্ত্রপাতি ব্যবহার করে নিহত শ্রাবনের ল্যাপটপ,মোবাইলের সূত্রধরে সরাসরি জড়িত নিহতর দুই খুনী বন্ধু সদর উপজেলার জঙ্গলবাধাল গ্রামের জামাল উদ্দিনের ছেলে আরিফ আহমেদ অপূর্ব (২০) ও পাশ^বর্তী জগন্নাথপুর গ্রামের ফারুকের ছেলে মারুফ ওরফে ইশান (১৯ ) এবং লাশ গুমের সাথে জড়িত অভিযোগে অপূর্বর নানী জঙ্গলবাধাল গ্রামের শেখ মোঃ আজিজুর রহমানের স্ত্রী সাদিয়া সুলতানা (৫১) কে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত অপূর্ব ও মারুফ ওরফে ইশান পুলিশকে হত্যাকান্ডের কারণ ও বিস্তারিত জানিয়েছেন। পল্লব দত্ত ওরফে শ্রাবনকে গত মাসের ১৪ অক্টোবর বেলা সাড়ে ১১ টা হতে বেলা ২ টার মধ্যে শ^াসরোধ করে পরে মৃত্যু নিশ্চিত করতে ধারালো চাকু দিয়ে জবাই করে। রোববার দুপুরে যশোর পুলিশ সুপার কার্যালয়ে সাংবাদিকদের প্রেস ব্রিফিংকালে জেলা বিশেষ শাখা (ডিএসবি)’র অতিরিক্ত পুলিশ সুপার তৌহিদুল ইসলাম এ তথ্য জানান। এ সময় কোতয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ মনিরুজ্জামান,বসুন্দিয়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই সঞ্জিত কুমারসহ পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ফরিদপুর জেলার সালতা উপজেলার সাধুহাটি উজিরপুর গ্রামের বর্তমানে যশোর সদর উপজেলার জগন্নাথপুর গ্রামের মৃত নিরেন্দ্র নাথ দত্তর ছেলে বিকাশ চন্দ্র দত্ত কোতয়ালি মডেল থানায় দায়েরকৃত এজাহারে উল্লেখিত গ্রেফতার হওয়া তিনজনসহ অজ্ঞাতনামা ২/৩জন উল্লেখ করে জানান,তার ছেলে পল্লব দত্ত ওরফে শ্রাবন যশোর সিটি কলেজে ১ম বর্ষে লেখাপড়া করে। গত মাসের ১৪ অক্টোবর সকাল সাড়ে ৯ টায় শ্রাবণ তার ব্যবহৃত সিলভার রংয়ের ল্যাপটপ কম্পিউটার ও মোবাইল ব্যাগের মধ্যে রেখে আলিফ আহম্মেদ অপূর্বর ডাকে বাড়ি হতে কলেজের উদ্দেশ্যে আসে। ওই দিন সন্ধ্যায় শ্রাবণ বাড়িতে না ফেরায় বিকাশ চন্দ্র দত্ত বিভিন্ন স্থানে খোঁজা খুজির এক পর্যায় ৮দিন পর ২২ অক্টোবর কোতয়ালি মডেল থানায় একটি সাধারণ ডাইরীভূক্ত করেন। যার নং ১২১২ তারিখঃ ২২/১০/১৯ইং। উক্ত সাধারণ ডাইরী অনুযায়ী কোতয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ মনিরুজ্জামান সাধারণ ডাইরীর তদন্তর দায়িত্ব দেন বসুন্দিয়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই সঞ্জিত কুমারের উপর। সঞ্জিত কুমার শ্রাবণের ব্যবহৃত মোবাইল নাম্বারের সূত্রধরে অত্যাধুনিক যন্ত্রপাতি ব্যবহার করে ৯ নভেম্বর বেলা সোয়া ২ টায় নিশ্চিত হন উক্ত মোবাইল শ্রাবনের বন্ধু আলিফ আহম্মেদ অপূর্বর বাড়িতে ব্যবহার হচ্ছে। ওই দিন দুপুরে অপূর্বকে গ্রেফতার করলে তার ঘরের তোষকের নীচ হতে ও মোবাইল মশারীর উপর থেকে এবং হত্যাকান্ডের ব্যবহৃত ধারালো চাকু উদ্ধার করে। অপূর্ব গ্রেফতার হওয়ার পর মারুফ ওরফে ইশানের নাম বলে। তাদের দু’জনকে পুলিশ ক্যাম্পে নিয়ে ব্যাপক জিজ্ঞাসাবাদ করলে তারা দু’জন শ্রাবনকে কি কারণে হত্যা করে লাশ গুম করা হয়েছে তার ফাঁস করে দেয়। ৯ নভেম্বর সন্ধ্যা ৭ টায় অপূর্বর নানা বাড়ির অপূর্বর থাকার ঘরের মধ্যে ড্রেসিং টেবিলের নীচে শ্রাবনকে পুতে রাখার কথা স্বীকার করে। পুলিশের উর্ধ্বতন কর্মকর্তার উপস্থিতিতে অর্পুবর নানা বাড়ী সদর উপজেলার জঙ্গলবাধাল গ্রামের নানা আজিজুর রহমানের বাড়ির একটি কক্ষ হতে বস্তাবন্দি করে মাটিতে পুতে রাখা শ্রাবনের লাশ উদ্ধার করে। লাশ গুমের সাথে অপূর্বর নানী সাদিয়া সুলতানা জড়িত সন্দেহে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা পুলিশকে জানায়, মারুফ ওরফে ইশান তার বান্ধবী মুক্তাকে নিয়ে অপূর্বর ফাঁকা বাড়িতে প্রায় সময় নিয়ে এসে দৈহিক মিলনে মিলিত হতো। শ্রাবন মুক্তাকে পছন্দ করতো। তাছাড়া,অপূর্ব অথৈ নামে এক মেয়েকে প্রেমজ সম্পর্ক গড়ে তোলার বিষয়টি শ্রাবণ তার নানা বাড়ির লোকজনকে জানিয়ে দেয়। ইশানের সাথে মুক্তার অবৈধ সম্পর্ক শ্রাবণ তার মোবাইলে ভিডিও ধারণ করার সূত্রধরে অপূর্ব ও ইশান শ্রাবনকে হত্যার পরিকল্পনা করে। অপূর্ব ঘটনার সকালে শ্রাবনকে তার বাড়ি হতে ডেকে নিয়ে আসে। পরে শ্রাবণকে অপূর্বর নানা বাড়িতে এনে খাবার খাওয়ার এক পর্যায় বেলা সাড়ে ১১ টায় আলিফ আহম্মেদ অপূর্ব ও মারুফ ওরফে ইশান প্রথমে শ^াসরোধ করে পরে হত্যা নিশ্চিত করতে ধারালো চাকু দিয়ে জবাই করে হত্যা করে। হত্যার পর তারা দু’জনে অপূর্বর থাকার ঘরে গর্ত খুজে শ্রাবনের লাশ একটি বস্তার মধ্যে ঢুকিয়ে পুতে তার উপর ইট দিয়ে ড্রেসিং টেবিল দিয়ে জায়গাটি পরিপাটি করে বলে পুলিশের কাছে স্বীকার করে। শ্রাবনের পিতা বিকাশ চন্দ্র দত্তর দায়ের করা এজাহার কোতয়ালি মডেল থানায় মামলা হিসেবে নথিভূক্ত হয়। যার নং ২৪ তারিখঃ ১০/১১/১৯ ইং। ধারা ৩০২/২০১/৩৪ পেনাল কোড। উক্ত মামলার তদন্ত করছেন বসুন্দিয়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই সঞ্জিত কুমার। গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে সোমবার বিকেলে। মামলার তদন্তকারী কর্মকর্তা সঞ্জিত কুমার জানান,বিজ্ঞ আদালতের বিচারক শম্পা বসুর আদালতে আলিফ আহম্মেদ অপূর্ব শ্রাবনের হত্যাকান্ডের দায় স্বীকার করে স্বেচ্ছায় ১৬৪ ধারায় জবানবন্দি প্রদান করে। মারুফ ওরফে ইশান ও অপূর্বর নানী সাদিয়া সুলতানাকে ৭ দিনের রিমান্ডের আবেদন জানানো হয়েছে। আগামীকাল বুধবার রিমান্ডের শুনানী অনুষ্ঠিত হবে বলে সঞ্জিত কুমার জানিয়েছেন।