থানা হেফাজতে নির্যাতন: পটুয়াখালীর সার্কেল এএসপিকে প্রত্যাহারের নির্দেশ

0
592

বরিশাল ব্যুরো : আসামিকে থানা হেফাজতে নির্যাতনের ঘটনায় পটুয়াখালীর বাউফল থানার সার্কেল এএসপি সাইফুল ইসলামকে অবিলম্বে প্রত্যাহারের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একইসঙ্গে নির্যাতনের শিকার হাফিজুর রহমান বিজয়ের পরিবারকে নিরাপত্তা প্রদানেরও নির্দেশ দেওয়া হয়েছে।

সোমবার বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি মোহাম্মদ উল্লাহর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।
সার্কেল এএসপি সাইফুল ইসলাম এবং ওই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজম খান ফারুকীর আবেদনের পরিপ্রেক্ষিতে তাদেরকে ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। আদালতে ওসির পক্ষে অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন, এএসপির পক্ষে অ্যাডভোকেট শ ম রেজাউল করিম শুনানি করেন। আবেদনের পক্ষে ছিলেন ব্যারিস্টার জ্যের্তিময় বড়ুয়া, অ্যাডভোকেট ফারুক হোসেন।
আদালত নির্যাতনের ঘটনা তদন্ত করে ১৯ মার্চের মধ্যে তদন্ত প্রতিবেদন দিতে পুলিশের আইজিপিকে নির্দেশ দেওয়া হয়েছে। ওইদিন পরবর্তী শুনানি অনুষ্ঠিত হবে। এর আগে আদালতের নির্দেশে হাইকোর্টে হাজির হয়ে সার্কেল এএসপি সাইফুল ইসলাম ও ওই থানার অফিসার ইনচার্জ (ওসি) আজম খান ফারুকী ব্যাখ্যা দাখিল করেন।
২০ ফেব্রুয়ারি তাদের সোমবার স্বশরীরে হাজির হয়ে এ বিষয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছিল। একই সঙ্গে পুলিশের আইজিপিকে বিষয়টি তদন্ত করে আদালতে প্রতিবেদন দাখিল করতে বলা হয়। নির্যাতনের শিকার হাফিজুর রহমান বিজয়ের মা জোছনা বেগমের আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট এই আদেশ দেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here