দেশের ভাবমুর্তি নষ্ট করতে অতি উৎসাহীরা রোহিঙ্গা ও ছেলে ধরা গুজব ছড়িয়ে অস্থিতিশীল করার চেষ্টা করছে : এমপি বাবু

0
319

বাবুল আক্তার, পাইকগাছা : পাইকগাছা-কয়রার এমপি আকতারুজ্জামান বলেছেন, সরকারকে বেকায়দায় ফেলতে ও বিদেশে দেশের ভাবমুর্তি নষ্ট করতে এক শ্রেণীর অতি উৎসাহী মানুষ রোহিঙ্গা ও ছেলে ধরা গুজব ছড়িয়ে দেশকে অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টির পায়তারা করছে। তিনি গতকাল উপজেলা আইনশৃংখলা বিষয়ক মাসিক সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। তিনি বলেন, দেশ ভাল থাকলে আমরা সবাই ভাল থাকব। এ জনপদে জমাজমির বিরোধের চিত্র তুলে ধরে মিটিং এ আগত সরকারি প্রতিনিধি ও জনপ্রতিনিধিদের উদ্দেশ্যে বলেন, কে কোন পক্ষের বা কোন দলের লোক না ভেবে স্বচ্ছ ও দৃঢ়তার সাথে বিচার শালিস করে মানুষের সমস্যা সমাধান করুন। মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার জুলিয়া সুকায়নার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান গাজী মোহাম্মদ আলী, বিদায়ী উপজেলা চেয়ারম্যান এ্যাডঃ স.ম. বাবর আলী, মেয়র সেলিম জাহাঙ্গীর, ওসি এমদাদুল হক শেখ, ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দীন ফিরোজ বুলু, মহিলা ভাইস চেয়ারম্যান লিপিকা ঢালী, ইউপি চেয়ারম্যান আব্দুল মজিদ গোলদার, রুহুল আমিন বিশ্বাস, কওসার আলী জোয়াদ্দার, রিপন মন্ডল, কে,এম, আরিফুজ্জামান তুহিন, আবু জাফর সিদ্দিকী রাজু, গাজী জুনায়েদুর রহমান, চিত্তরঞ্জন মন্ডল, প্যানেল চেয়ারম্যান আহসান উল্লাহ ও শফিউল্লাহ, সরকারি কর্মকর্তাদের মধ্যে ইঞ্জিনিয়ার আবু সাঈদ, এএইচএম জাহাঙ্গীর আলম, অধ্যক্ষ রবিউল ইসলাম, পবিত্র কুমার দাস, রেজাউল করিম, প্রধান শিক্ষক অজিত মন্ডল সহ অনেকে। সভার শুরুতে উপজেলা নির্বাহী অফিসার, এমপি আকতারুজ্জামান বাবু, উপজেলা চেয়ারম্যান গাজী মোহাম্মদ আলী ও দু’ভাইস চেয়ারম্যানকে ফুলেল শুভেচ্ছা জানানোর পর বিদায়ী উপজেলা চেয়ারম্যান এ্যাডঃ স.ম. বাবর আলীকে অনুরূপ শুভেচ্ছা জানান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here