“নতুন দুয়ার খুলতে হবে, ভাঙতে হবে ঘোর, যেমন করে ভেঙেছিল উনিশ একাত্তর”শ্লোগানে ঝিনাইদহে মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা

0
357

নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: “নতুন দুয়ার খুলতে হবে, ভাঙতে হবে ঘোর, যেমন করে ভেঙেছিল উনিশ একাত্তর”শ্লোগানকে সামনে রেখে ঝিনাইদহ মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। ঝিনাইদহ পৌরসভার আয়োজনে বুধবার সকালে পৌর ডা. কে আহম্মদ কমিউনিটি সেন্টারে এ সংবর্ধনার আয়োজন করা হয়। ঝিনাইদহ পৌর সভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ সাইদুল করিম মিন্টু’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মিজানুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাইম ইউনিভার্সিটির চেয়ারম্যান মীর সাহাবুদ্দিন, জাহেদী ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক নাসের শাহরিয়ার জাহেদী মহুল। অনুষ্ঠানে প্রধান অতিথি পুলিশ সুপার মিজানুর রহমান বলেন, আমরা যে লক্ষ্য নিয়ে দেশ স্বাধীন করেছি, সেই লক্ষ্যকে আদর্শ মনে করে বুকে ধারণ করে শিক্ষার্থীদের সামনের দিকে এগিয়ে যেতে হবে। শিক্ষার্থীদের উদ্যেশ্যে তিনি বলেন, তোমরা ভালোকে ভালো আর কালোকে কালো বলবে। কোন অন্যায় মেনে নিবে না। কেউ অন্যায় করলে তার প্রতিবাদ করবে। আইন মেনে চলবে। তবেই দেশ সুন্দর, সমৃদ্ধিশীল হবে। অনুষ্ঠানে আলোচনা সভা শেষে ২০১৭ সালের এইচ এসসি পরীক্ষায় জিপিএ ৫ প্রাপ্ত ১৫০ জন শিক্ষার্থীদের সংবর্ধণা দেওয়া হয়। অনুষ্ঠান পরিচালনা করেন কসাসের প্রতিষ্ঠাতা সাকিব মোহাম্মদ আল হোসেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here