নতুন পরমাণুচালিত রণতরী তৈরি করছে চীন

0
323

ম্যাগপাই নিউজ ডেস্ক : চীনের সরকারি কাগজ গ্লোবাল টাইমস জানিয়েছে, পরমাণু চালিত যুদ্ধবিমানবাহী রণতরী তৈরি করছে চীন। রাষ্ট্রায়ত্ত চায়না শিপবিল্ডিং ইন্ডাস্ট্রি কর্পোরেশন অবশ্য ওই রিপোর্ট নিয়ে কোনো মন্তব্য করেনি। তারা শুধু বলেছে, প্রযুক্তিগত উন্নতির মাধ্যমে ২০২৫ সালের মধ্যেই চীনের নৌবাহিনীকে আধুনিকভাবে গড়ে তোলা সম্ভব হবে।গ্লোবাল টাইমস লিখেছিল, রণতরী ছাড়াও অত্যাধুনিক সাবমেরিন ও পানির তলায় স্বয়ংক্রিয় নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলার কাজ চলছে। এই সিএসআইসি চীনের রণতরী নির্মাণের কাজ করে। এদের কর্মসূচি সম্পূর্ণ গোপন রাখা হয়।এদিকে, ভারতকে ঘিরে ধরতে চাইছে চীন। সেই লক্ষ্যেই ভারত মহাসাগরে তৎপরতা বাড়াচ্ছে বেইজিং। অভিমত মার্কিন সামরিক কর্তার। সেন্ট্রাল কমান্ডের কমান্ডার জেনারেল জোসেফ ভোটেল বলেছেন, বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ অর্থনীতির পাশাপাশি চীনের সামরিক অবস্থানকেও মজবুত করবে।ভোটেল বলেন, ইরানের সঙ্গেও অর্থনৈতিক ও কূটনৈতিক সম্পর্ক ভালো করতে চাইছে চীন। যেহেতু উপসাগরীয় দেশগুলি থেকে নিজেদের প্রয়োজনের এক-তৃতীয়াংশ জ্বালানি সংগ্রহ করতে হয়, তাই ওই দেশগুলির সঙ্গে সম্পর্ক ভালো করছে চীন। পাকিস্তানের গদর পোর্ট ও জিবুতি বন্দরের মাধ্যমে চীন ভারত মহাসাগরে নিজেদের উপস্থিতি জোরদার করতে চাইছে বলে দাবি করেছেন মার্কিন সেনা কর্তা।মার্কিন নৌঘাঁটিতে রহস্যজনক চিঠি, অসুস্থ ১১চিঠির খাম খুলতেই অসুস্থ হয়ে পড়লেন ১১ জন নৌবাহিনী। ওয়াশিংটনের কাছে একটি সেনাঘাঁটিতে ঘটনাটি ঘটেছে। ঘটনার তদন্ত শুরু করে দিয়েছে এফবিআই। মঙ্গলবার ভার্জিনিয়ার জয়েন্ট বেস ফোর্ট মায়ার-হেন্ডারসন হলে এক সেনা অফিসার একটি খাম পান। চিঠিটি মেরিন সদর দপ্তরের ঠিকানায় লেখা ছিল। সেনারা খামটি খোলার পর তাদের হাত চুলকাতে শুরু করে। কয়েক মিনিটের মধ্যে নাক ও মুখমণ্ডল দিয়ে রক্ত বের হতে থাকে।কমপক্ষে ১১ জন নৌসেনা এই ঘটনায় অসুস্থ হয়ে পড়েন। তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাদের মধ্যে তিনজনের অবস্থা স্থিতিশীল। খামটিতে ক্ষতিকারক কিছু ছিল বলে মনে করা হচ্ছে। তবে নিশ্চিত হতে চিঠির খামটি পরীক্ষার জন্য গবেষণাগারে পাঠানো হয়েছে। এদিকে নেভাল ক্রিমিনাল ইনভেস্টিগেটিভ সার্ভিস ও এফবিআই ঘটনার তদন্ত শুরু করেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here