নবীজী অবমাননা, বিক্ষোভে অগ্নীগর্ভ যশোর

0
170

ডি এইচ দিলসান : বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা.) ও হযরত আয়েশা (রা.) কে নিয়ে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) মুখপাত্র নুপুর শর্মাসহ দুই নেতার অবমাননাকর মন্তব্যের প্রতিবাদে যশোর জেলা ইমাম পরিষদের বিক্ষোভে অগ্নীগর্ভা যশোর শহর। শনিবার বিকালে শহরের দড়াদনা চত্বরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিসহ বিজেপির নেতাদের ছবিতে মুত্র নিক্ষেপসহ বিজেপি বিরোধী শ্লোগানে ফেটে পড়েন তারা। মুহুর্তের মধ্যে শহর জুড়ে লাখো মুসলিম জনতা। নবীকে নিয়ে বিতর্কিত মন্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে মিছিলে প্রকম্পিত করে শহর।
জেলা ইমাম পরিষদের সভাপতি মাওলানা আনোয়ারুল করীম যশোরীর সভাপতিত্ব এসময় বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক হাফেজ মাওঃ বেলায়েত হোসেন উপদেষ্টা মাওলানা আব্দুল মান্নান, মুফতী মুজিবুর রহমান মাওঃ হামিদুল ইসলাম, সহঃ সভাপতি মুফতি শামসুর রহমান যুগ্ম সম্পাদক মাওঃ নাজির উদ্দিন , নগর কামিটির সভাপতি মুফতি হাফিজুর রহমান সাধারোন সম্পাদ মুফতি আব্দুর রহমান এজাযি সহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ। সঞ্চালনা করেন জেলা ইমাম পরিষদের সাংগঠনিক সম্পাদক মুফতি কামরুল আনওয়ার নাঈম।
সমাবেশ শেষে দড়াটনা চত্বর থেকে মণিহার পর্যন্ত বিক্ষোভ মিছিল করা হয়। এসময় হাজার হাজার মুসললি মিছিলে অংশ নেন।