নরসিংদীতে অধ্যক্ষের উপর হামলার প্রতিবাদে যশোরে সব সরকারি কলেজে মানববন্ধন ও কর্মবিরতি

0
587

নিজস্ব প্রতিবেদক, যশোর : নরসিংদী সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. আনোয়ারুল ইসলামের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে যশোর শিক্ষাবোর্ড, এম.এম. কলেজসহ সব সরকারি কলেজে কর্মবিরতি ও মানববন্ধন হয়েছে।

বিসিএস সাধারণ শিক্ষক সমিতির আয়োজনে আজ মঙ্গলবার ১১টা থেকে ১২টা পর্যন্ত ঘণ্টাব্যাপি এ মানববন্ধন হয়।

এম. এম. কলেজে মানববন্ধনে সন্ত্রাসীদের বিচারের দাবি জানিয়ে বক্তব্য রাখেন বিসিএস সাধারণ শিক্ষক সমিতির জেলা সভাপতি ছোলজার রহমান, অধ্যক্ষ প্রফেসর আবুতালেব মিয়া, উপাধ্যক্ষ প্রফেসর সেখ আবুল কাওসার, শিক্ষক পরিষদের সম্পাদক মহিউদ্দিন ও বিসিএস সাধারণ শিক্ষক সমিতির কলেজ শাখা সাধারণ সম্পাদক নিতিশ চন্দ্র কর্মকার। এ সময় শিক্ষক নেতৃবৃন্দ দ্রুত হামলাকারীদের বিচার করা না হলে কঠোর আন্দোলনে যাওয়ার হুমকি দেন।

সংগঠনের জেলা সভাপতি ছোলজার রহমান জানান, বিসিএস সাধারণ শিক্ষক সমিতির কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী সারাদেশে সব সরকারি কলেজে আজ কর্মবিরতি ও মানবন্ধন কর্মসূচি হয়েছে। যশোরে এম. এম. কলেজ ছাড়াও একই শিক্ষাবোর্ড, সরকারি সিটি, সরকারি মহিলা কলেজ, যশোর সরকারি কলেজ, সরকারি টিচার্স ট্রেনিং কলেজে এসব কর্মসূচি পালন করা হচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here