নরেন্দ্রপুর ইউনিয়ন ছাত্রলীগের সাধারন সম্পাদক কিরন এর মানবিক সহায়তা অব্যহত

0
668

নিজস্ব প্রতিবেদকঃ মহামারী করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশনায় প্রতিটি ইউনিট জনস্বার্থে বিভিন্ন কর্মসূচি চালিয়ে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় কর্মহীন অসহায় মানুষের বাড়িতে বাড়িতে ২য় দফায় খাদ্য সামগ্রী পৌঁছে দিলেন যশোর সদর উপজেলার ১৪নং নরেন্দ্রপুর ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম কিরন।

দেশের এই সংকটাপন্ন অবস্থায় করোনা মোকাবেলায় সরকারের পক্ষ থেকে সবাইকে
সতর্ক ও নিরাপদে থাকতে নির্দেশনা দেওয়া হচ্ছে। সেই সাথে সরকারের পাশাপাশি সকলকে অসহায় মানুষদের পাশে দাঁড়াতে আহ্বান করেছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শনিবার সন্ধায় খাদ্য সামগ্রী নরেন্দ্রপুর ইউনিয়নের নিজ এলাকার অসহায় পরিবারের মাঝে পৌঁছে দেন সাইফুল ইসলাম কিরন। এ সময় তার সাথে এলাকার কিছু তরুন যুবকও সাথে ছিলেন।

সাইফুল ইসলাম কিরন বলেন, তাদের উদ্দেশ্য হলো অসহায় মানুষগুলোর দুর্দিনে পাশে থাকা। আমরা ১ম ও ২য় দফায় এই খাদ্য সহায়তা করেছি, ধারাবাহিক ভাবে এই কার্যক্রম চলতে থাকবে।

একই সাথে বিপন্ন মানবতার সেবায় সমাজের বিত্তবানদের এগিয়ে আসার এবং সকলকে সরকারের নির্দেশনা মেনে চলার আহ্বান জানান কিরন।