নাগরিকত্ব হারাবে আসামের ৫০ লাখ মানুষ

0
398

ম্যাগপাই নিউজ ডেস্ক : ভারতের সীমান্তবর্তী পূর্বাঞ্চলীয় প্রদেশ আসামের ৫০ লাখ নাগরিকত্ব হারিয়ে রাষ্ট্রহীন হওয়ার ঝুঁকিতে রয়েছেন। ‘১৯৭১ সালের আগ থেকে তারা আসামে বসবাসের প্রমাণ দেখাতে ব্যর্থ হয়েছেন’ ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তাদের এমন ঘোষণার পর এ আশঙ্কা তৈরি হয়েছে।

আসাম সরকার ন্যাশনাল রেজিস্টার অব সিটিজেন (এনআরসি) এর প্রাথমিক তালিকায় প্রকাশ পর তাতে নাম না দেখতে পেয়ে উদ্বিগ্ন আসামের লাখো মানুষ। গত ছয় দশকের মধ্যে প্রথমবার এ তালিকা তৈরি করা হয়।

‘বাংলাদেশ থেকে আসা অভিবাসীদের’ চিহ্নিত ও ফেরত পাঠাতে এ তালিকা তৈরি করা হয়েছে বলে দাবি করেছে কর্তৃপক্ষ।

তবে সমালোচকরা বলছেন, এ পরিকল্পনা মুসলিম নাগরিক ও বাংলাদেশি বংশোদ্ভূতদের রাষ্ট্রহীন করে দেবে। মিয়ানমারের মুসলিম সংখ্যাগরিষ্ঠ রোহিঙ্গা সম্প্রদায়ের ক্ষেত্রে যেমনটা হয়েছে। আসামের তিন কোটি ২০ লাখ মানুষের এক তৃতীয়াংশই মুসলিম। সূত্র: আল জাজিরা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here