নাভারণ হাইওয়ে পুলিশ ফাঁড়িতে জব্দকৃত ৫টি ট্রাক আইনি প্রক্রিয়ায় হস্তান্তর

0
344

আরিফুজ্জামান আরিফ : যশোরে নাভারণ হাইওয়ে পুলিশ ফাঁড়িতে বিভিন্ন সময় জব্দকৃত মডেল আউট এবং কাগজপত্র বিহীন ৫ টি ট্রাক মালিকদের আবেদনের প্রেক্ষিতে বিভিন্ন অংশে খুলে নেওয়ার ব্যবস্থা করা হইয়াছে। অবৈধ ভাবে হাইওয়ে সড়কে চলাচলের কারনে ট্রাকগুলি আটক হয়ে দীর্ঘদিন পড়ে থাকায় প্রায় নষ্ট হওয়ার উপক্রম হয়েছে। যে কারনে মালিক পক্ষ যথাযথ কতৃপক্ষ বরাবর আবেদন করিলে মালিকানা যাচাই ও অন্যান্য আইনি প্রক্রিয়া শেষ করে শনিবার সকাল ১১টায় তাহাদের জিম্মায় ট্রাকের যন্ত্রাংশ গুলো প্রদান করা হইয়াছে।

এ সময় হাইওয়ে পুলিশের ফরিদপুর জনের সিনিয়র সহকারী পুলিশ সুপার সিরাজুল ইসলাম উপস্থিত ছিলেন। এসময় আরো উপস্থিত ছিলেন, নাভারণ হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ সার্জেন্ট পলিটন মিয়া, এসআই সাহিদুর রহমান, এএসআই নুরে আলমসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ ও সাংবাদিকদের উপস্থিতিতে গাড়ি গুলোর যন্ত্রাংশ খুলে নেওয়ার জন্য মালিকদের জিম্মায় দেওয়া হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here