নারীর প্রতি সহিংসতা, হত্যা, ধর্ষণের দ্রুত বিচার দাবিতে যশোরে মানববন্ধন

0
294

নিজস্ব প্রতিবেদক : নারীর প্রতি সহিংসতা, হত্যা, ধর্ষণের দ্রুত বিচার দাবিতে যশোরে মানববন্ধননারীর প্রতি সহিংসতা, হত্যা, ধর্ষণের দ্রুত বিচার দাবিতে যশোরে মানববন্ধন
নারীর প্রতি সহিংসতা, হত্যা ও ধর্ষণের দ্রুত বিচারের দাবিতে যশোরে মানববন্ধন হয়েছে।

বাংলাদেশ মহিলা পরিষদ যশোর শাখার উদ্যোগে রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুরে যশোর প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ মহিলা পরিষদ যশোর শাখার সাংগঠনিক সম্পাদক ফারদিনা রহমান এনির নেতৃত্বে যশোরের কয়েকটি সামাজিক সংগঠনের অর্ধশতাধিক নেতাকর্মী মানববন্ধনে অংশগ্রহণ করেন।

এসময় বক্তরা বলেন, সারা দেশের ধারাবাহিক ধর্ষণের ঘটনার সঙ্গে কোনো না কোনো ক্ষমতাবান ব্যক্তি বা গোষ্ঠী সম্পৃক্ত। নিপীড়ন ও ধর্ষণকারীরা জানেন তাদের কোনো বিচার হবে না, শাস্তি হবে না। এ কারণেই তারা যা খুশি তাই করছেন। বিগত বছরের চেয়ে চলতি বছরে ধর্ষণ অনেক গুণ বেড়ে গেছে।

বক্তরা সিলেট-খাগড়াছড়িসহ সারা দেশে ধর্ষণের সঙ্গে জড়িতদের অতিদ্রুত আইনের আওতায় এনে শাস্তির দাবি জানান।

মানববন্ধনে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, ঘাতক দালাল নির্মূল কমিটির যশোর জেলার সভাপতি হারুন-অর রশিদ, বাংলাদেশ মহিলা পরিষদের কেন্দ্রীয় সদস্য হাবিবা শেফাসহ প্রমুখ।