না ফেরার দেশে চলে গেলেন চিকিৎসক মোস্তফা নুর মোহাম্মদ

0
343

আরিফুজ্জামান আরিফ : যশোর-সাতক্ষীরা মহাসসড়কের বাগআঁচড়া বাগুড়ী মুড়ির মিলের সামনে ট্রাক ও মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে মারাত্মকভাবে আহত শিশুরোগ বিশেষঞ্জ চিকিৎসক মোস্তফা নুর মোহাম্মদ (৫৫) যশোর সদর হাসপাতালে চিকিৎসারত অবস্থায় শনিবার সকাল ৯ টায় না ফেরার দেশে পাড়ি জমালেন।

আহত অপরজন যুলফার ওষুধ কোম্পানির প্রতিনিধি রাসেদুজ্জামান (৪৫) অবস্থার অবনতি হলে তাকে ঢাকায় স্থানান্তর করা হয়েছে।তার অবস্থাও আশংকা জনক বলে চিকিৎসকরা জানিয়েছেন।

প্রত্যক্ষদশীরা জানান,সাতক্ষীরা হাসপাতালে দায়িত্ব শেষে প্রতি শুক্রবার বাগআঁচড়া আখি টাওয়ারে এসে শিশুরোগ বিশেষঞ্জ ডাক্তার নুর মোহাম্মদ শিশু রোগী দেখে থাকেন। প্রতিদিনের ন্যায় গতকালও শুক্রবার তিনি রোগী দেখা শেষে সন্ধার আগে মোটর সাইকেল যোগে সাতক্ষীরায় ফিরছিলেন। পথিমধ্যে বাগআঁচড়া বাগুড়ী মুড়ির মিল নামক স্হানে পৌছালে যশোর গামী ট্রাক (সাতক্ষীরা ট১১-০২৩৪) তাদের মোটর সাইকেল কে মুখোমুখি ধাক্কা দিলে ডাক্তার মোস্তফা নুর মোহাম্মদ ও চালক রাসেদুজ্জান গুরুতর আহত হন।

মারাত্মক আহত আবস্হায় তাদের কে উদ্ধার করে উন্নত চিকিৎসার্থে যশোর সদর হাসপাতালে পাঠানো হয়।

চিকিৎসারত অবস্থায় (শনিবার) সকালে সকলকে কাঁদিয়ে ডাক্তার নুর মোহাম্মদ মৃত্যুর কোলে ঢলে পড়েন।

এদিকে আহত মোটর সাইকেল চালক রাসেদুজ্জামানের অবস্থাও খুব একটা ভালো না বলে চিকিৎসকরা জানিয়েছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here