নিউজিল্যান্ডে নদীও পেল মানুষের সমান অধিকার

0
422

ম্যাগপাই নিউজ ডেক্স : নিউজিল্যান্ডের আইন সভায় একটি অভিনব সিদ্ধান্ত নেওয়া হল৷ দেশটির হোয়াংগানুই নদীকে মানুষের সমান আইনগত অধিকার দেওয়া হয়েছে। এমন ঘটনা বিশ্বে এই প্রথম৷ ফলে নিউজিল্যান্ডের আইন যা সেদেশের নাগরিকদের ক্ষেত্রে প্রযোজ্য সেই আইন উল্লিখিত নদীর ক্ষেত্রেও বর্তাবে৷

নিউজিল্যান্ডের আইন সভায় বিল পাশ করে হোয়াংগানুই নদীকে জীবিত সত্তা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। আর এই স্বীকৃতির ফলে নিউজিল্যান্ডের আদালতে এখন থেকে হোয়াংগানুই নদীর পক্ষ নিয়ে আইনজীবীরা লড়াই করতে পারবেন

জানা গেছে, হোয়াংগানুই নদী নিউজিল্যান্ডের অন্যতম যোদ্ধা জাতি মাওরিদের কাছে খুবই পবিত্র৷ এই নদীটিকে মানুষের মতো অধিকার দেওয়ার জন্য গত ১৬০ বছর ধরে আইনগত লড়াই করেছেন মাওরিরা৷ অবশেষে তাদের জয় হল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here