নির্বাচন কমিশনে ‘অবৈধ’ ঘোষিত প্রার্থীদের আপিল

0
411

নিজস্ব প্রতিবেদক : মনোনয়নপত্র বাতিল হওয়া প্রার্থীরা সোমবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনে আপিল করা শুরু করেছেন। আগামী বুধবার পর্যন্ত এ আপিল করা যাবে।

রবিবার যাচাই-বাছাই করে ৭৮৬ জনের মনোনয়নপত্র বাতিল করা হয়। নির্বাচন কমিশনের কর্মকর্তারা জানিয়েছেন, নিজ নিজ রিটার্নিং অফিসারের কাছ থেকে বাতিল আদেশের সার্টিফায়েড কপি সংগ্রহ করে আপিল করতে হবে।

এ ক্ষেত্রে রিটার্নিং কর্মকর্তাদের বৈধ ও অবৈধ উভয় সিদ্ধান্তের বিরুদ্ধেই আপিল করা যাবে। তারা আরও জানান, এ তিন দিনের মধ্যে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নুরুল হুদার নেতৃত্বাধীন কমিশন এসব বাদ হওয়া প্রার্থীর আপিল নিষ্পত্তি করবে।
আপিলে যদি মনোনয়নপত্র বাতিলের সিদ্ধান্ত বহাল থাকে, সে ক্ষেত্রে প্রার্থীরা আদালতে আপিল করতে পারবেন বলে জানিয়েছেন ইসির উপসচিব আতিয়ার রহমান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here