নিষেধাজ্ঞা মোকাবেলায় ইরানের পাশে থাকবে ইরাক

0
262

ইরানে নিযুক্ত ইরাকের রাষ্ট্রদূত সাদ জাওয়াদ কানদিল বলেছেন, মার্কিন নিষেধাজ্ঞা ও চাপ মোকাবেলায় ইরানের পাশে থাকবে ইরাক। তিনি ইরানের দক্ষিণাঞ্চলীয় কেরমান প্রদেশের গভর্নর মোহাম্মাদ জাওয়াদ ফাদায়ি’র সঙ্গে বৈঠকে এ কথা বলেন।

তিনি আরও বলেন, ইরান ও ইরাকের মধ্যে অত্যন্ত ঘনিষ্ঠ ও শক্তিশালী সম্পর্ক রয়েছে। কোনো কিছুই এই সম্পর্ক দুর্বল করতে পারবে না। ইরাকি রাষ্ট্রদূত বলেন, ইরাকি জনগন দায়েশ বা আইএস সন্ত্রাসীদের মোকাবেলায় ইরানের সহযোগিতার কথা কখনো ভুলবে না।

সাদ জাওয়াদ কানদিল বলেন, বর্তমানে আমেরিকা অন্যায়ভাবে ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা চাপিয়ে দিয়েছে, কিন্তু ইরানিদের এ নিশ্চয়তা দিচ্ছি যে আমরা তাদের পাশে থাকব।

এ সময় ইরানের কেরমান প্রদেশের গভর্নর বলেন, ইরান ও ইরাক হচ্ছে দু’টি গুরুত্বপূর্ণ প্রতিবেশী দেশ। দুই দেশের পরস্পরকে প্রয়োজন রয়েছে। দু’দেশের মধ্যে সব ক্ষেত্রে সম্পর্ক জোরদারে সহযোগিতা করতে কেরমান প্রদেশ সম্পূর্ণ প্রস্তুত রয়েছে বলে তিনি জানান।#

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here