নুরের ওপর হামলাকারীদের শাস্তির নির্দেশ প্রধানমন্ত্রীর

0
373

নিজস্ব প্রতিবেদক : ডাকসুর ভিপি নুরের ওপর হামলায় জড়িতদের শাস্তির আওতায় আনতে প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন। সোমবার দুপুরে সচিবালয়ে নিজ দপ্তরে আয়োজিত ব্রিফিংয়ে একথা জানান সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
এদিকে সোমবার ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, ডাকসু ভবনে রোববার হামলার ঘটনায় আহত ভিপি নুরুল হক নুরসহ পাঁচজনই আশঙ্কামুক্ত। হামলায় আহত ডাকসুর ভিপি নুরুল হক নুরকে কেবিনে নেয়া হয়েছে। এদের মধ্যে গুরুতর আহত তুহিন ফারাবির অবস্থার উন্নতি হওয়ায় তাকেও লাইফ সাপোর্ট থেকে কেবিনে স্থানান্তর করা হয়েছে।

এর আগে, রোববার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু ভবনে হামলার ঘটনায় আহত হন ভিপি নুরুল হক নুরসহ বেশ কয়েকজন। এ দিন দুপুরে মুক্তিযুদ্ধ মঞ্চ ও সাধারণ ছাত্র অধিকার পরিষদের একাংশের নেতাকর্মীদের মধ্যে কথা কাটাকাটি হয়। পরে ডাকসু ভবনে অবস্থানকালে নুরের ওপর হামলা করে মুক্তিযুদ্ধ মঞ্চের সমর্থকরা। এ সময় দুই পক্ষের মধ্যে ধাওয়া, পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এক পর্যায়ে ডাকসু ভবনে ঢুকে নুরসহ সেখানে থাকা সাধারণ ছাত্র অধিকার পরিষদের নেতাকর্মীদের বেধড়ক পেটায় তারা। হামলায় আহতদের মধ্যে তুহিন ফারাবীকে ঢাকা মেডিক্যালে লাইফ সাপোর্টে নেয়া হয়।