নুসরাত হত্যাকান্ডে জড়িতদের দৃষ্টান্তমূলকশাস্তির দাবিতে সনাক যশোরের মানববন্ধন

0
333

বিশেষ প্রতিনিধি : নুসরাত হত্যাকান্ডে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে যশোরে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। দাবি বাস্তবায়নে পাঁচ দফা সুপারিশ পেশ করা হয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)’র পৃষ্ঠপোষকতায় পরিচালিত সচেতন নাগরিক কমিটি (সনাক) সারাদেশে একযোগে মানববন্ধন করেছে। তারই অংশ হিসেবে সনাক যশোরের উদ্যোগে মঙ্গলবার সকালে প্রেসক্লাব যশোরের সামনে এ কমূসূচি পালন করা হয়।
মানববন্ধনে সভাপতিত্ব করেন সনাক যশোর’র সহ-সভাপতি অধ্যাপক সুরাইয়া শরীফ। বক্তব্য দেন সনাক সহ-সভাপতি ও দৈনিক গ্রামের কাগজের সম্পাদক মবিনুল ইসলাম মবিন, সনাক সদস্য প্রফেসর ড. মুস্তাফিজুর রহমান, জাগরণী চক্র ফাউন্পেশনের জনসংযোগ কর্মকর্তা হাসিব নেওয়াজ, জয়তী সোইাইটি’র ফিরোজা বেগম, বাঁচতে শেখা’র এম. কে. মন্ডল, স্বজন সদস্য বিমল রায়, ইয়েস দলনেতা দেলোয়ার হোসেন, ইয়েস সদস্য আসাদুজ্জামান ইমরান প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা এবং সাম্প্রতিককালে নুসরাতসহ অন্যান্য নারীর প্রতি সহিংসতা ও হত্যাকা-সহ এ ধরনের ঘটনার পরিপ্রেক্ষিতে সনাক-টিআইবি পক্ষ থেকে ৫ দফা সুপারিশমালা উপস্থাপন করেন টিআইবি’র এরিয়া ম্যানেজার এ. এইচ. এম. আনিসুজ্জামান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here