ন্যায় বিচার পাওয়া নিয়ে সংশয়, তবে যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত-খালেদা

0
330

নিজস্ব প্রতিবেদক : জিয়া এতিমখানার তহবিল কোনো দুর্নীতি হয়নি দাবি করে এই মামলায় ন্যায় বিচার পাওয়া নিয়ে সংশয় প্রকাশ করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

আদালতে রায়ের আগের দিন বুধবার সংবাদ সম্মেলনে এসে তিনি বলেছেন, “আদালত রায় দেওয়ার বহু আগেই শাসক মহল চিৎকার করে বলে বেড়াচ্ছে, ‘আমার জেল হবে’। যেন বিচারক নয়, শাসক মহলই রায় ঠিক করছে।”

প্রধান বিচারপতি এস কে সিনহার ‘চাপের মুখে’ পদত্যাগের বিষয়টি তুলে ধরে বিএনপি চেয়ারপারসন বলেছেন, আদালত চাপ উপেক্ষা করে রায় দিতে পারবে কি না, তা নিয়ে তিনি সন্দিহান।

নিজেকে নির্দোষ দাবি করে তিনি বলেন, “আপনাদের খালেদা জিয়া কোনো অন্যায় করেনি। কোনো দুর্নীতি আমি করিনি।

“ন্যায় বিচার হলে আমার কিছু হবে না, আমি বেকসুর খালাস পাব। আর যদি শাসক মহলকে তুষ্ট করার জন্য অন্য কোনো রায় হয়, তাহলে তা কলঙ্কের প্রতীক হয়ে থাকবে।”

তাকে নির্বাচন থেকে বাইরে রাখতেই এই মামলায় ‘সাজানো রায়’ দেওয়া হচ্ছে বলে সন্দেহ প্রকাশ করেছেন খালেদা।

“আমাকে রাজনীতি ও নির্বাচনের মাঠ থেকে দূরে রাখতে আদালতকে ব্যবহার করা হচ্ছে।”

সরকারকে হুঁশিয়ার করে তিনি বলেছেন, “আমি যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তত। জেল বা সাজার ভয় দেখিয়ে কাজ হবে না। আমি মাথা নত করব না।

“একদলীয় শাসন দীর্ঘায়িত করার খায়েস পূরণ হবে বলে আমি মনে করি না।”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here