নড়াইলের ইউপি চেয়ারম্যানকে গুলি করে হত্যার ঘটনায় ১৫ জনের নামে মামলা-গ্রেফতার ২

0
360

এস এম আলমগীর কবির : নড়াইলের দিঘলিয়া ইউপি চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা লতিফুর রহমান পলাশ (৪৮) কে গুলি করে হত্যার ঘটনায় জেলা আ’লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক শরীফ মনিরুজ্জামানসহ ১৫জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। শনিবার (১৭ ফেব্রæয়ারি) রাত পৌনে ১২টার দিকে লোহাগড়া থানায় এ মামলা দায়ের করা হয়। মামলা নং- ২৫। এদিকে, ওইরাতেই ঢাকা থেকে শরীফ মনিরুজ্জামানকে গ্রেফতার করেছে পুলিশ। এছাড়া ঘটনার পর আটক মামলার ২নং আসামী মনিরুজ্জামানের ভাই শরীফ বাকি বিল্লাহকে ও মামলায় গ্রেফতার দেখানো হয়।
জানা যায়, নড়াইলের লোহাগড়া উপজেলার দিঘলিয়া ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক লতিফুর রহমান পলাশকে গত ১৫ ফেব্রæয়ারি দুপুর ১২টার দিকে লোহাগড়া উপজেলা পরিষদ চত্বরে গুলি করে এবং কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। তার শরীরে একাধিক গুলি ও কোপের চিহৃ ছিল।
প্রত্যক্ষদর্শী ও চেয়ারম্যানের স্বজনেরা জানান, ১৫ ফেব্রæয়ারি সকালে লোহাগড়ার দিঘলিয়ার বাড়ি থেকে অফিসের কাজে লোহাগড়া উপজেলায় আসেন ইউপি চেয়ারম্যান পলাশ। দুপুর ১২টার দিকে লোহাগড়া উপজেলা নির্বাচন অফিস এলাকায় পৌঁছালে মোটরসাইকেল আরোহী ইউপি চেয়ারম্যান লতিফুর রহমান পলাশকে প্রথমে গুলি করে দুর্বৃত্তরা। এ সময় ইউপি চেয়ারম্যান পলাশ মাটিতে লুটিয়ে পড়লে তার শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে মৃত্যু নিশ্চিত করে দুর্বৃত্তরা মোটরসাইকেলযোগে পালিয়ে যায়। দুর্বৃত্তদের মুখ ঢাকা ছিল বলে বিভিন্ন সূত্রে জানা গেছে। এ সময় চেয়ারম্যানের সঙ্গী ইউপি সদস্য ফরিদ আহম্মেদ বুলুর চিৎকারে উপজেলা চত্বরের লোকজন ঘটনাস্থলে ছুটে আসেন। পরে পলাশের মৃত্যুদেহ লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here