নড়াইলের লোহাগড়া উপজেলা শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন

0
543

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ শিক্ষক সমিতি নড়াইলের লোহাগড়া উপজেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন হয়েছে। শনিবার (৩১ মার্চ) দুপুরে মল্লিকপুর ইউনিয়ন মাধ্যমিক বিদ্যলয় চত্বরে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ শিক্ষক সমিতির লোহাগড়া শাখার সভাপতি সিকদার মোঃ আব্দুল জলিলের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি এ্যাডভোকেট সৈয়দ আইয়ুব আলী, সম্মেলন উদ্বোধন করেন বাংলাদেশ শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মোঃ হারুন-অর-রশিদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইল জজ কোর্টের পিপি এ্যাডভোকেট ইমদাদুল ইসলাম, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি সিকদার আজাদ রহমান, সাংগঠনিক সম্পাদক মনজুরুল করিম মুন প্রমুখ।
সম্মেলনে জেলা পর্যায়ের শিক্ষক নেতা, লোহাগড়া উপজেলার বিভিন্ন শিক্ষ প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারী, সাংবাদিক, জনপ্রতিনিধিসহ সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সম্মেনের দ্বিতীয় অধিবেশনে জেলা শিক্ষক সমিতির সভাপতি বি এম শুকুর আলী ও সাধারণ সম্পাদক ধ্রুব কুমার ভদ্রের নেতৃত্বে নির্বাচন অনুষ্ঠিত হয়। মোট ৪২৭ জন শিক্ষক প্রতিনিধি গোপন ব্যালটের মাধ্যমে তাদের নেতৃত্ব নির্বাচিত করেন। নির্বাচনে সভাপতি পদে শেখ আমিনুর রহমান ২২৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধি আব্দুল জলিল শিকদার ১৯১ ভোট পেয়েছেন। সাধারণ সম্পাদক পদে মো. জাহাঙ্গীর হোসেন ২০৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধি হাবিবুর রহমান ১৫৩ ভোট পেয়েছেন। নির্বাচনে ৪২৭ জন ভোটারের মধ্যে ৪২০ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচন চলাকালে কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি। নির্বাচিত শিক্ষক প্রতিনিধিদের বিভিন্ন শ্রেণি পেশার মানুষ শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here