নড়াইলে আগুনের ছ্যাকা, অভিযুক্ত স্বামী আটক

0
503

নিজস্ব প্রতিবেদক
যৌতুকের দাবিতে নড়াইলের কালিয়া পৌর এলাকার বেন্দারচরে গৃহবধূ মনিরা বেগমকে (২৫) আগুনের ছ্যাকা দিয়ে শরীর ঝলসে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে স্বামীর বিরুদ্ধে। শুক্রবার বেন্দারচরে গৃহবধূকে মুখে আগুনের ছ্যাকা দিয়েছে এবং মারধর করেছে তার স্বামী। এ ঘটনায় অভিযুক্ত স্বামী সাদ্দাম হোসেনকে (৩৫) আটক করেছে পুলিশ। গুরুতর অসুস্থ গৃহবধূ মনিরাকে প্রথমে কালিয়া উপজেল্ াস্বাস্থ্য কমপ্লেক্সে এবং উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পারিবারিক সূত্রে জানা যায়, প্রায় এক বছর আগে নড়াইলের কালিয়া পৌর এলাকার বেন্দারচরে সাদ্দাম হোসেনের সঙ্গে কালিয়ার কঞ্জুপুর এলাকার মেয়ে মনিরা বেগমের বিয়ে হয়। বিয়ের পর থেকে সাদ্দাম বিভিন্ন সময়ে যৌতুকের দাবি করে আসছিলো। এ নিয়ে প্রায়ই মনিরাকে শারীরিক ও মানসিক ভাবে নির্যাতন করত তার স্বামী। এর জের ধরে শুক্রবার মনিরাকে আগুনের ছ্যাকাসহ মারধর করে গুরুতর জখম করে সাদ্দাম। কালিয়া থানার ওসি শেখ শমসের আলী জানান, গৃহবধূকে হাত-পা বেঁধে মুখে আগুনের ছ্যাকা দেয়া হয়েছে। তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত সাদ্দামকে আটক করা হয়েছে। মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here