নড়াইলে আটটি বোম ও বোমা তৈরী সরজ্ঞামাদীসহ তিন জন আটক

0
346

নিজস্ব প্রতিবেদক
নড়াইলে আটটি বোম, বোমা তৈরী ডিভাইস, গান পাউডার, ২০টি মোবাইল, ৫০টি বিভিন্ন কোম্পানীর সীম সহ তিনজনকে আটক করেছে র‌্যাব-৬। সোমবার (১৫ জুলাই) সকালে নড়াইল সদর থানাধীন চন্ডিবরপুর গ্রামের বিশ্বজিত সাহার বাড়ী থেকে বাড়ীর মালিক বিশ্বজিত সাহা (৫০), সহযোগী কালু সরকার (৫৫) ও সাগর বিশ্বাসকে আটক ও এ সব সরজ্ঞামাদী উদ্ধার করা হয়। ঘটনার সময় তিনজনকে আটক করা হলেও মুল হোতা বিশ্বজিত সাহার ভাগ্নে রবি বিশ্বাস (২৮) র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় ।
র‌্যাব-৬ স্থানীয় সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব- ছয়ের ষ্পেশাল কোম্পানী জানতে পারে চন্ডিবরপুর গ্রামের বিশ্বজিতের বাড়ীতে দীর্ঘদিন যাবত বিভিন্ন ধরনের বোমা তৈরী হয় ও দেশের বিভিন্ন এলাকা সহ ভারতে টাকার বিনিমিয় বিক্রয় করে থাকে। উক্ত সংবাদের ভিত্তিতে সোমবার সকালে র‌্যাব-ছয়ের ষ্পেশাল কোম্পানী কমান্ডার মেজর শামীম সরকারের নেতৃত্বে অভিযান পরিচালনা করে বিশ্বজিতের বসত বাড়ী তল্লাসী করে আটটি বোম, বোমা তৈরী ডিভাইস, গান পাউডার, ২০টি মোবাইল, ৫০টি বিভিন্ন কোম্পানীর সীম উদ্ধার করে। এসময় র‌্যাবের বোমা বিশেষঞ্জ দল বোমাগুলি তাদের নিয়ন্ত্রেণে নেয়। কোম্পানী কমান্ডার মেজর শামীম সরকার বলেন, এ ব্যাপারে আসামীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here