নড়াইলে আঠারোবাকি নদীর চর তুমি কার ?

0
544

নড়াইল প্রতিনিধি : নড়াইলের কালিয়া উপজেলার দক্ষিণ-পূর্ব সীমান্ত দিয়ে বয়ে যাওয়া এক কালের খর¯্রােতা নদী আঠারোবাকি প্রায় তিনদশক আগে ভরাট হয়ে নব্যতা হারিয়ে ছোট খালে পরিনত হয়। সেটি পূনঃখনন কাজ হাতে নেয় খুলনা পনিউন্নয়ন বোর্ড। বর্তমানে নদীটির পূনঃখনন কাজ প্রায় শেষের পথে। নদী গর্ভ থেকে কেটে তোলা মাটি ফেলার কারণে দুই পাড়ের নদীর বিরাট চর ভরাট হয়ে সমতল জমিতে পরিনত হয়েছে। সংশ্লিষ্ট প্রশাসনের নিরবতার কারণে সমতল করা ওই নদীর চরের অবৈধভাবে জমি দখলের মহাউৎসব চলছে।
সরেজমিন গিয়ে জানা যায়, দুই পাড়ের নদীর বিরাট চর ভরাট করে সমতল জমিতে পরিনত করা হয়েছে। ওই জমি দখলে নিতে উপজেলার পহরডাঙ্গা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মেম্বার আবুল হাসান শিকদার হাত ছাড়া করেননি। তিনি গত ২০দিন ধরে ওই নদীর বল্লাহাটি মোড় নামক স্থানে নদীর চর অবৈধভাবে দখল করে বাড়ি নির্মাণ করছেন বলে অভিযোগ উঠেছে। নদীর দুই পাড়ের চর সরকারি জমি হিসেবে দাবি করেছে পানিউন্নয়ন বোর্ড। কিন্তু ওই ইউনিয়ন ভুমি কর্মকর্তা নদীর চরে বাড়ির নির্মাণ কাজ বন্ধ করে দেয়। তবে রহস্যজনক কারণে ভরাট করা নদীর চরটি আবুল হাসান শিকদার মেম্বার নিজের জমি বরে দাবি করে বসেন। অপরদিকে সরকারী বাঁধা উপেক্ষা করে নির্মাণ কাজও চালিয়ে যাচ্ছেন। সংগত কারণেই স্থানীয় সচেতন মহলে প্রশ্ন দেখা দিয়েছে! আঠারোবাকি নদীর চরটি আসলে কার ? সরকারের, নাকি হাসান মেম্বারের ?
খুলনা পানি উন্নয়ন বোর্ড সুত্রে জানা গেছে, সাধারণ নিয়ম অনুযায়ী এস এ রেকর্ডীয় ম্যাপ অনুযায়ী নদীর খনন কাজ হয়ে থাকে। সে ক্ষেত্রে ভরাট হওয়া নদীর মাঝ বরাবর একটি নির্দিষ্ট পরিমান জায়গা খনন করা হয়েছে। খনন অংশের দুই পাড়ের সরকারি জমিতেই মাটি ফেলা হয়। এতে নানা পরিবেশের ভারসাম্য রক্ষার্থে উন্নয়নমূলক কাজ-কর্ম করা হয়। ওই নদীর দুই পাড়ের জমি সরকারের খাস জমি।
এ বিষয় উপজেলার বল্লাহাটি গ্রামের মো. টুকু শিকদারের ছেলে মেম্বার হাসান শিকদার বলেন, ‘নদীর চরের ওই অংশটি তার পূর্ব পুরুষের রেকর্ডীয় পৈত্রিক সম্পত্তি। এককালের খর¯্রােতা আঠারোবাকির ভাঙ্গনে জমিটি নদী গর্ভে বিলীন হয়ে যায়। ভরাট হওয়ারপর তা চর হিসেবে জেগে ওঠে। হাল জরিপে তিনি রেকর্ড পাননি বিধায় আদালতে রেকর্ড সংশোধনী মামলা করা হয়েছে। তাই এখন সেখানে বসতবাড়ি নির্মাণ করা হচ্ছে।’
পহরডাঙ্গা ইউপি চেয়ারম্যান মোল্যা মোকারম হোসেন হিরুসহ স্থানীয়রা জানান, ‘নদীটি প্রায় ৩০ বছর আগে ভরাট হয়ে গেছে। হাল জরিপে ওই নদীর বিশাল চর সরকারি খাস খতিয়ানেই রেকর্ড ভুক্ত হয়েছে। নদী খননের পর নদীর চর ভরাট হওয়ায় এখন যে-যার-মত ভোগদখল শুরু করেছে।’
পহরডাঙ্গা ইউনিয়ন উপ-সহকারি ভুমি কর্মকর্তা মো. নিজামুদ্দিন বলেন, ‘সরকারি জমিতে হাসান মেম্বারের বাড়ি নির্মান কাজ বন্ধ করে দিয়ে ছিলাম। হাল জরিপে হাসান রেকর্ড না পেলেও নদী শিখস্থি জমিতে অবৈধভাবে বাড়ী নির্মাণ করছেন।’
এ প্রসঙ্গে কালিয়ার ইউএনও মো. নাজমুল হুদা বলেন, ঘটনা সম্পর্কে অবগত নই। ‘খোঁজ নিয়ে ব্যবস্থা নেয়া হবে।’
একই বিষয় পানিউন্নয়ন বোর্ড খুলনা ১ এর নির্বাহী প্রকৌশলী মো. শরীফুল ইসলাম বলেন, ‘নদীর দুই পাড়ের জমি সম্পূর্ণই সরকারি খাস জমি। খনন কাজ শেষে নদীর চরে বনায়ন ও রাস্তা নির্মাণ করা হবে ।’