নড়াইলে আন্তর্জাতিক নার্সেস দিবস পালিত

0
448

নিজস্ব প্রতিবেদকঃ নড়াইলে আন্তর্জাতিক নার্সেস দিবসে কেক কাটা, র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। নড়াইল সদর হাসপাতালের আয়োজনে শনিবার (১২ মে) সকালে এ উপলক্ষে নড়াইল সদর হাসপাতাল চত্বর থেকে একটি র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। পরে সদর হাসপাতালের সম্মেলন কক্ষে আলোচনা সভায় নার্সিং সুপার ভাইজার (ভারপ্রাপ্ত) ননী বালা বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন নড়াইলের জেলা প্রশাসক মো. এমদাদুল হক চৌধুরী, বিশেষ অতিথি পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন, সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক মো. জসিম উদ্দিন হাওলাদার, স্বাধীনতা চিকিৎসক পরিষদ নড়াইল জেলা কমিটির সাবেক সাধারণ সম্পাদক ডা. আব্দুল কাদের, আবাসিক মেডিকেল অফিসার আ. ফ. ম. মশিউরর রহমান বাবু, গাইনি বিশেষজ্ঞ চিকিৎসক মীনা হুমায়ুন কবির প্রমুখ। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সদর হাসপাতালের সিনিয়র নার্স বিউটি পারভীন, হেনা পারভীন, মুজিদা খাতুন, সুমি আক্তার, সুপ্রিয়া কুন্ডু, পলি কুন্ডু প্রমুখ। আলোচনা সভা শেষে ২০ পাউন্ডের একটি কেক কাটেন প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিরা।
অনুষ্ঠানে হাসপাতালের সিনিয়র-জুনিয়র নার্সসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here