নড়াইলে এস এম সুলতানের ২৩তম মৃত্যু বার্ষিকী পালিত

0
392

নিজেস্ব প্রতিবেদক
সোমবার (১০ অক্টোবর) নন্দীত চিত্রশিল্পী এস এম সুলতানের ২৩তম মৃত্যু বাষির্কী। দিনটি পালনে শিল্পীর জন্মস্থান নড়াইলে এস এম সুলাতান ফাউন্ডেশন ও জেলা প্রশাসন নানা কর্মসূচির আয়োজন করে।
এ উপলক্ষে সকালে শহরের মাছমদিয়ায় শিল্পীর আবাসনস্থলে কুরআন তেলোয়াত ও দোয়া মাহফিলের  আয়োজন করা হয়। পরে সুলতানের সমাধীতে এস এম সুলতান ফাউন্ডেশনসহ নানা সামাজিক সংগঠন ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এ সময় জেলা প্রশাসক মোঃ এমদাদুল হক চৌধুরী, সুলতান বেঙ্গল চারুকলা মাহাবিদ্যালয়ের অধ্যক্ষ অশোক শীল, নড়াইল প্রেসক্লাবের সভাপতি এড্যাভোকেট আলমগীর সিদ্দীকী, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি মলয় কুন্ডুসহ  বিশিষ্ট ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন। শ্রদ্ধা নিবেদন শেষে শিল্পীর বিদেহী আত্মার শান্তি কামনা করে দোয়া করা হয়। এ সময় ‘শিশুস্বর্গ’ তে অনুষ্ঠিত হয় শিশুদের চিত্রাঙ্কন প্রতিযাগিতা। শহরের বিভিন্ন এলাকা থেকে দেড় শতাধিক ক্ষুদে চিত্রশিল্পী প্রতযোগিতায় অংশ নিয়ে রংতুলির রঙ্গিন আঁচড়ে রাঙ্গিয়ে তোলে নিজ নিজ ক্যানভাস।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here