নড়াইলে গুলিবর্ষণের ঘটনায় অরুণিমা ইকো পার্ক মালিক ও সাবেক ইউপি চেয়ারম্যানসহ ৩৮ জনকে আসামী করে দু’টি মামলা দায়ের

0
492

নিজস্ব প্রতিবেদক : নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতি থানার পানিপাড়া অরুণিমা ইকো পার্কের একটি জমির বিরোধকে কেন্দ্র করে শুক্রবার রাতে গুলিবর্ষনের ঘটনায় পার্কের মালিক ও খাশিয়াল ইউপির সাবেক চেয়ারম্যানকে আসামী করে পৃথক পৃথক দু’টি মামলা দায়ের করা হয়েছে। শনিবার রাতে সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান বিশ^াস ও পার্কের সহকারি ম্যানেজার মিজানুর রহমান ঠাকুর বাদি হয়ে পৃথক দু’টি মামলা দায়ের করেছেন। উভয় মামলায় মোট ৩৮ জনকে আসামী করা হয়েছে।

পুলিশ সুত্রে জানা যায়, অরুণিমা ইকো পার্কের মালিক মোল্যা খবির উদ্দিনসহ ১৮ জনকে আসামী করে প্রথম মামলাটি দায়ের করেছেন মিজানুর রহমান বিশ^াস। মামলার বিবরণে জানা যায়, খবির উদ্দিন মোল্যার সঙ্গে ওই পার্ক সংলগ্ন এক খন্ড জমি নিয়ে বিরোধ ও মামলা মকদ্দমা চলে আসছিল। এরই মধ্যে মিজানুর বিশ^াস ওই পার্কের পাশে তার নিজস্ব জমিতে শুক্রবার সকাল থেকে রাত পর্যন্ত সেচপাম্প স্থাপনকালে রাত সাড়ে ৯টার দিকে পার্কের মালিক খরিব উদ্দিনের হুকুমে তার লোকজন রাতের অন্ধকারে অতর্কিতে সেচপাম্প স্থাপনের কাজে নিয়োজিত শ্রমিক ও লোকজনের উপর হামলা চালিয়ে গুলিবর্ষণ শুরু করে আহত করে। অপরদিকে, খাশিয়াল ইউপির সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান বিশ^াসসহ ২০জনকে আসামী করে পার্কের সহকারি ম্যানেজার মিজানুর রহমান ঠাকুর অপর মামলাটি দায়ের করেছেন। ওই মামলার বিবরণে জানা গেছে, পার্কের মালিকের সঙ্গে খাশিয়াল গ্রামের মিজানুর বিশ^াসের জমির বিরোধ চলে আসছে। সেচপাম্প স্থাপনের অজুহাতে ওইদিন রাতের অন্ধকারে স্বশস্ত্র অবস্থায় লোকজন নিয়ে মিজানুর বিশ^াস বিরোধপূর্ণ জমির কলাগাছ কেটে ফেলাসহ পার্কের সাইনবোর্ড, পোষ্টার ছেঁড়া ও মালামাল ভাঙচুর করে জমিতে দখল নেয়ার চেষ্টা করলে পার্কের নিরাপত্তা রক্ষীরা জানমাল ও পার্কের নিরাপত্তা রক্ষার জন্য লাইসেন্সকৃত বন্দুক দিয়ে গুলি বর্ষণ করেছে।
নড়াগাতি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. বেলায়েত হোসেন বলেন, ‘অরুণিমা ইকো পার্কের গুলিবর্ষণের ঘটনায় দু’টি মামলা দায়ের হয়েছে। মামলা দু’টির তদন্ত কাজ শুরু হয়েছে। আসামীদের গ্রেফতারে পুলিশী অভিযান অব্যাহত রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here