নড়াইলে গোবরায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

0
458

নিজস্ব প্রতিবেদক, নড়াইল: নড়াইলের ঐতিহ্যবাহী গোবরা পার্ব্বতী বিদ্যাপীঠে জেএসএসি ও এসএসেিত জিপিএ-৫ প্রাপ্ত ৫৫ জন কৃতি শিক্ষার্থীকে সংর্বধনা দেয়া হয়েছে। সোমবার (১১ সেপ্টেম্বর) দুপুরে বিদ্যালয় চত্বরে এ সংর্বধনা দেয়া হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে বিদ্যালয় পরিচালা কমিটির সভাপতি অবসরপ্রাপ্ত প্রকৌশলী শৈলেন্দ্রনাথ সাহার সভাপতিত্বে বক্তৃতা করেন প্রধান অতিথি নড়াইল জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোঃ সিদ্দিকুর রহমান, বিশেষ অতিথি জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রনজিৎ কুমার মজুমদার, জেলা সহকারী শিক্ষা অফিসার তপন কুমার বিশ^াস, সদর উপজেলা শিক্ষা অফিসার এস এম ফজলুর রহমান, গোবরা পাব্বতী বিদ্যাপীঠের সাবেক প্রধান শিক্ষক আলহাজ¦ মোঃ তোরাপ আলী, শিক্ষক নেতা এসএম হায়াতুর রহমান, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রশীদ প্রমুখ।


সভায় বক্তারা বলেন, আজকের শিশুরাই আগামী দিনে দেশ পরিচালনা করবে। যে জাতি যত শিক্ষিত, সেই জাতি বেশি উন্নত। তাই ভবিষ্যৎ প্রজন্ম যদি সুশিক্ষায় শিক্ষিত হতে পারে,তাহলে দেশ অনেক এগিয়ে যাবে। শিশুদের সুশিক্ষায় শিক্ষিত করে তুলতে শিক্ষকদের পাশাপাশি মা-বাবা, ভাই বোনদের বিশেষ দায়িত্ব পালন করতে হবে। ইদানিং অনেক ছাত্রছাত্রী পড়াশোনা বাদ দিয়ে ফেসবুকে আসক্ত হয়ে পড়ছে। বখাটেদের সাথে মিশে নেশাগ্রস্থ হয়ে পড়ছে। ইভটিজিংসহ খারাপ কর্মের সাথে জড়িয়ে পড়ছে। এসব ব্যাপারে অভিভাবকদের বিশেষ নজর দেওয়ার ন্য অনুরোধ জানানো হয়।
আলোচনা সভা শেষে এ বছর গোবরা পাব্বর্তী বিদ্যাপীঠ থেকে এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত ৮ জন এবং ২০১৬ সালে জেএসসিতে জিপিএ- ৫ প্রাপ্ত ৪৭ জন কৃতি শিক্ষার্থীর হাতে সম্মাননা ক্রেস্ট ও শিক্ষা সহায়ক উপকরণ তুলে দেন অতিথিবৃন্দ। অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসী সহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ উপস্থিত ছিলেন। #

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here