নড়াইলে জিহাদী বই, বোমা তৈরির সরঞ্জামসহ জামায়াতের ৬ কর্মী আটক

0
258

নড়াইল প্রতিনিধি : নড়াইলে জিহাদী বই,বোমা তৈরির সরঞ্জামসহ জামায়াতের ৬ কর্মীকে আটক করেছে সদর থানা পুলিশ। শুক্রবার সকাল ১১টার দিকে সদর উপজেলার তুলারামপুর গ্রামের মদিনাপাড়ায় পুলিশ অভিযান চালিয়ে মহিলা জামায়াতের কর্মীসহ তিনজনকে আটক করে। তাদের স্বীকারোক্তি মোতাবেক শুক্রবার দিনগত রাতে আরো তিন জামায়াতের কর্মীকে আটক করা হয়। এ ব্যাপারে সদর থানায় মামলা দায়ের হয়েছে।
আটক জামায়াত কর্মীরা হলো-তুলারামপুর গ্রামের জাহিদুর রহমানের স্ত্রী ফিরোজা খানম (৪০), আব্দুর রউফ মোল্যা (৬৫), ছেলে শহিদুল ইসলাম (৩৮), আমজেদ ভূঁইয়ার ছেলে সোহাগ হোসেন ভূঁইয়া (৩২), বেলায়েত হোসেনের ছেলে আব্দুস সোবহান মোল্যা (৩০) ও আলমগীর হোসেন (৪০)। নড়াইল সদর থানার ওসি মো. ইলিয়াস হোসেন শনিবার সকাল সাড়ে ১১টায় থানায় অনুষ্ঠিত এক প্রেস কনফারেন্সে এ তথ্য জানান।
নড়াইল সদর থানার ওসি আরো জানান, জামায়াতের নেতা-কর্মীরা নাশকতার উদ্দেশ্যে সংঘবদ্ধ হয়ে তুলারামপুরে গোপন বৈঠক করছে। এ সংবাদের ভিত্তিতে পুলিশ তুলারামপুর গ্রামে অভিযান চালিয়ে জিহাদী বই ও বোমা তৈরির সরঞ্জামসহ জামায়াতের ৬কর্মীকে আটক করা হয়।