নড়াইলে বর্তমান মানবাধিকার পরিস্থিতি বিষয়ে মত বিনিময় সভা

0
437

নিজস্ব প্রতিবেদক, নড়াইল: নড়াইলে ‘বর্তমান মানবাধিকার পরিস্থিতি: আমাদের করনীয়’ বিষয়ে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৩ সেপ্টেম্বর) সকালে নড়াইল জেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
আইন ও সালিশ কেন্দ্রের সহযোগীতায় হিউম্যান রাইটস ডিফেন্ডার্স ফোরাম নড়াইল জেলা শাখার আয়োজনে সভায় হিউম্যান রাইটস ডিফেন্ডার্স ফোরাম নড়াইল জেলা শাখার সভাপতি সভাপতি এ্যাডভোকেট এস, এ, মতিনের সভাপতিত্বে বক্তৃতা করেন প্রধান অতিথি আইন ও সালিস কেন্দ্রের সিনিয়র উপ-পরিচালক রওশন জাহান পারভিন, বিশেষ অতিথি নড়াইল আব্দুল হাই সিটি কলেজের অধ্যক্ষ মোঃ মনিরুজ্জামান মল্লিক, হিউম্যান রাইটস ডিফেন্ডার্স ফোরামের ইনচার্জ আবু আহমেদ ফয়জুল কবির ফরিদ, আইন ও সালিশ কেন্দ্রের সিনিয়র ইনভেষ্টিগেটর অনির্বান সাহা, নড়াইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মীর্জা নজরুল ইসলাম। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন এইচ. আরডি. এফ নড়াইল জেলা শাখার সাধারণ সম্পাদক কাজী হাফিজুর রহমান, সাংবাদিক কার্ত্তিক দাস, মলয়কান্তি নন্দী, সাইফুল ইসলাম তুহিন, আবদুস সাত্তার, ফরহাদ খান, কৃষক নেতা বিএম বরকতউল্লাহ, সমাজ সেবক আসলাম হোসেন, এইচ. আরডি. এফ সদস্য কোহিনুর আক্তার প্রমুখ।
সভায় নড়াইল জেলার বিভিন্ন স্থানে মানবাধির লংঘনের তথ্য তুলে ধরা হয় এবং ভুক্তভোগীদের নিরাপত্তা ও আইনগত সহযোগিতা প্রদানের অনুরোধ জানানো হয়।
সভায় রাজনীতিবিদ, আইনজীবি, সাংবাদিক, শিক্ষক, ছাত্র, এনজিও প্রতিনিধিসহ সুশীল সমাজের প্রতিনিধি উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here