নড়াইল-২ আসনে মাশরাফির প্রতিদ্বন্দী কে?

0
1201

নিজস্ব প্রতিবেদক

নড়াইল-২ আসনে (নড়াইল সদর ও লোহাগড়ার আংশিক) আওয়ামী লীগ মনোনিত নৌকার প্রার্থী তারকা ক্ষ্যাত জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার প্রতিদ্বদ্বি কে হচ্ছেন? এনপিপি’র চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ, সাবেক এমপি মুফতি শহীদুল ইসলাম না বিএনপি’র কাসাফুদ্দোজা কাফী শরীফ? এ নিয়ে এলাকায় চলছে ব্যাপক জল্পনা-কল্পনা। গত বুধবার বিএনপি থেকে মনোনয়ন পাওয়া তিন জনই মনোনয়নপত্র দাখিল করেছেন।
তিন জনের মধ্যে দুই জনই সাংবাদিকদের জানিয়েছেন, তারা জোটের মনোনয়নের চিঠি পেয়েছেন। তবে শেষ পর্যন্ত কে ধানের শীষ প্রতিক নিয়ে মাশরাফি বিন মর্তুজার সাথে নির্বাচন করবেন- সে বিষয়ে এখনো চড়ান্ত সিদ্ধান্ত হয়নি। তিন জনই তাকিয়ে আছেন কেন্দ্রের দিকে। কার ভাগ্যে নড়াইল-২ আসনের বিএনপি’র মনোনয়ন জুটবে-তার জন্য অপেক্ষায় থাকতে হবে।

এ দিকে, গত মঙ্গলবার (২৭ নভেম্বর) ২০ দলীয় জোটের অন্যতম শরিক দল ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপির) কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ বিকাল ৩টার দিকে ঢাকাস্থ বিএনপি কার্যালয় থেকে নিজেই মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন মর্মে মোবাইল ফোনে বিষয়টি নিশ্চিত করেছেন। তবে তিনি বিএনপি নেতা কাসাফুদ্দোজা কাফী শরীফের মনোনয়ন চিঠির বিষয়ে কিছুই জানেন না বলে জানান।
অপর দিকে, গত মঙ্গলবার (২৭ নভেম্বর) বিকালে নড়াইল-২ আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির কেদ্রীয় কমিটির সদস্য প্রয়াত শরীফ খসরুজ্জামানের বড় ছেলে বিএনপি নেতা কাসাফুদ্দোজা কাফী শরীফও দলীয় মনোনয়ন সংক্রান্ত চিঠি পেয়েছেন বলে মুঠোফোনে জানান।
মুফতি শহীদুল ইসলামও বিএনপি তথা ২০ দলীয় জোট থেকে মনোনয়ন সংক্রান্ত চিঠি পেয়েছেন। গত বুধবার দুপুরে তার পক্ষে মনোনয় পত্র দাখিল করেছেন তার সমর্থকরা।
ড.ফরিদুজ্জামান ফরহাদ ২০০৮ সালের নির্বাচনে এনপিপির দলীয় প্রতীক ‘আম’ মার্কা নিয়ে সংসদ নির্বাচন করেছিলেন। এরপর ২০১২ সাল থেকে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের সাথে আন্দোলন সংগ্রামে যুক্ত আছেন তিনি। অপর দিকে, মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও বিএনপি নেতা কাসাফুদ্দোজা কাফী শরীফের এলাকায় ব্যাপক পরিচিতি রয়েছে। নড়াইলের লোহাগড়ায়ও রয়েছে তার শক্ত অবস্থান।
২০০১ সালে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে মুফতি শহীদুল ইসলাম নড়াইল-২ আসন থেকে ধানের শীষ মার্কা নিয়ে নির্বাচন করে দলীয় সভানেত্রী শেখ হাসিনার কাছে পরাজিত হন। শেখ হাসিনা নড়াইল-২ আসনটি ছেড়ে দিলে উপ-নির্বাচনে মুফতি শহীদুল ইসলাম জয়ী হন। লক্ষীপাশা এলাকায় তাঁর প্রতিষ্ঠিত আল-মারকাজুল নামে একটি ইসলামী সেবা মূলক প্রতিষ্ঠান রয়েছে। তাঁর বাড়ী লোহাগড়ার করফা গ্রামে। লোহাগড়া এলাকায় তাঁর জনপ্রিয়তা রয়েছে বলে তার সমর্থকদের দাবী।
এর আগে গত রোববার নড়াইল জেলা আ’লীগের সভাপতি এ্যাডভোকেট সুবাস চন্দ্র বোসসহ দলীয় নেতা-কর্মীরা রিটার্নিং অফিসারের নিকট থেকে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার পক্ষে মনোনয়ন পত্র সংগ্রহ করেন।

এখানে উল্লেখ্য, নড়াইল সদরের একটি পৌর সভাসহ ৬ টি ইউনিয়ন এবং লোহাগড়ার একটি পৌরসভাসহ ১২ টি ইউনিয়ন নিয়ে নড়াইল-২ আসন গঠিত। এ আসনে বর্তমানে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ১৭ হাজার ৫১১জন। পুরুষ ভোটার ১,৫৬৮৮৭ ও মহিলা ভোটার রয়েছে ১,৬০৬২৪ জন।

এখানে উল্লেখ করা প্রয়োজন যে, জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল- আসন থেকে আওয়ামী লীগের প্রার্থীরা বিজয়ী হয়েছেন। ১৯৭৩, ১৯৯১, ১৯৯৬, ২০০৮ এবং ২০১৪ সালের সংসদ নির্বাচনে আওয়ামী লীগের নৌকা প্রতিকের প্রার্থীরা জয়লাভ করে। তবে ২০১৪ সালে আ’লীগের নৌকা মার্কা নিয়ে জয়লাভ করে ওয়ার্কাস পার্টির নেতা বর্তমান সংসদ সদস্য শেখ হাফিজুর রহমান। আসনটিতে ৮৬ ও ৮৮ সালে জাতীয় পার্টি এবং ১৯৭৯ এবং ২০০১ উপ-নির্বাচনে বিএনপি জয়লাভ করে।
আরও উল্লেখ্য যে, নড়াইল-২ আসনে বিএনপি’র মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন ৫ জন প্রার্থী। তারা হলেন, বিএনপি নড়াইল জেলা কমিটির সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মনিরুল ইসলাম, জেলা বিএনপির সহ-সভাপতি তবিবুর রহমান মনু জমাদ্দার, জেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার রিজভী জর্জ, নড়াইল-২ আসনের সাবেক এমপি মরহুম শরীফ খসরুজ্জামানের ছেলে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা প্রজন্মের দলের কেন্দ্রীয় কমিটির যুগ্মসম্পাদক শরীফ কাসাফুদ্দোজা কাফী, ডক্টর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও সম্মিলিত পেশাজীবী পরিষদ খুলনার সদস্য সচিব অধ্যাপক ডা. সেখ মোহাম্মাদ আখতার-উজ-জামান।
এ ছাড়া জোটের শরিক ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) চেয়ারম্যান সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আইনজীবী ড. ফরিদুজ্জামান ফরহাদও এ আসনে ২০ দলীয় জোট থেকে মনোনয়ন পত্র সংগ্রহ করেন। এ ব্যাপারে নড়াইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মনিরুল ইসলাম বলেন, তিন জনই বিএনপির মনোনয়ন পেয়েছেন। কেন্দ্র থেকে চুড়ান্ত ভাবে যাকে মনোনয়ন দেওয়া হবে, সেই প্রার্থী বিএনপির প্রার্থী হিসেবে নির্বাচন করবেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here