পরিবেশ অধিদপ্তর যশোর কার্যালয়ের অধীনে যশোর ও নড়াইল জেলায় দু’দিনের অভিযান

0
569


যশোরে ১টি ইটভাটা সম্পূর্ণ ভেঙ্গে ও ৭টি ইটভাটায় ৪০ লাখ
টাকা জরিমানা,নড়াইলের ৪টি ইটভাটা সম্পূর্ন ভেঙ্গে দিয়েছে

এম আর রকি : পরিবেশ অধিদপ্তর,সদর দপ্তর ঢাকার মনিটরিং এন্ড এনফোর্সমেন্ট উইং এর এক্সকিউটিভ ম্যাজিষ্ট্রেট কাজী তামজীদ আহমেদের নেতৃত্বে পরিবেশ অধিদপ্তর যশোর জেলা কার্যালয়ের উপ-পরিচালক শেখ মোঃ নাজমুল হুদা ১৯ ও ২০ মার্চ দু’দিন যশোর জেলা তিন উপজেলার ৮টি ইটভাটায় অভিযান চালিয়েছে। এসময় উক্ত ৭টি ইটভাটার মালিককে ৪০ লাখ টাকা জরিমানা ধার্য্য করেছে। এসময় ১টি ভাটা সম্পূর্ন ভেঙ্গে দিয়েছে। অপর দিকে, উক্ত টিম নড়াইল জেলার দু’টি উপজেলা এলাকায় স্থাপিত ৪টি ভাটা এস্কেভেটর ও পানি দিয়ে ইট ভাটা সম্পূর্ণ বন্ধ করে দিয়েছে। এ তথ্য পরিবেশ অধিদপ্তর যশোর জেলা কার্যালয়ের সূত্রে।
উক্ত কার্যালয়ের উপ-পরিচালক শেখ মোঃ নাজমুল হুদা জানান, গত ১৯ মার্চ সকালে পরিবেশ অধিদপ্তর সদর দপ্তর ঢাকার মনিটরিং এন্ড এনফোর্সমেন্ট উইং এর একটি টিম যশোর পরিবেশ অধিদপ্তর কার্যালয়ের কর্মকর্তা ও সংশ্লিষ্ট আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের নিয়ে নড়াইল জেলার লোহাগড়া উপজেলার বসুপটি চৌগাছা বাজারের মেসার্স এমএ এ বি ব্রিকস অভিযান চালিয়ে পাকা চিমনী ভেঙ্গে ফেলে। এরপর একই দিনে একই উপজেলার সারুলিয়ায় মেসার্স মায়ের দোয়া ব্রিকস ড্রাম চিমনী বিশিষ্ট ইটভাটা, পাশ^বর্তী এসএম বি ব্রিকসে এক্সেভেটর দিয়ে সম্পূর্ন ভেঙ্গে ফেলে। এর পর নড়াইল জেলার কালিয়া উপজেলার মেসার্স সিটি ব্রিকস এ পানি দিয়ে ইটভাটা বন্ধ করে দেয়। উক্ত টিম পরের দিন ২০ মার্চ সকাল থেকে যশোরের চৌগাছা উপজেলার মেসার্স সরদার ব্রিকসে অভিযান চালিয়ে ৫ লাখ টাকা, একই উপজেলার পুড়াপাড়া রোড মেসার্স এইচ এম ব্রিকসে অভিযান চালিয়ে সম্পূর্ন ভেঙ্গে ফেলে। একই উপজেলার মেসার্স ওয়াজিউল্লাহ ব্রিকসে অভিযান চালিয়ে ৮লাখ টাকা,রাজ মল্লিক ব্রিকসে ৩লাখ টাকা,মণিরামপুর উপজেলার মেসার্স কিং ব্রিকসে ৪ লাখ টাকা,একই উপজেলার মেসার্স গোল্ড ব্রিকসে ৫লাখ টাকা,মেসার্স গাজী ব্রিকসে অভিযান চালিয়ে ৫লাখ টাকা ও যশোর সদর উপজেলার মেসার্স সাহা ব্রিকসে অভিযান চালিয়ে ১০লাখ টাকা জরিমানা আদায় করেন।
বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন,১৯৯৫ (সংশোধিত ২০১০),ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন,২০১৩(সংশোধিত ২০১৮), দন্ডবিধি ১৮৬০ এবং সংশ্লিষ্ট আইনসমূহে পরিবেশ অধিদপ্তর,সদর দপ্তর ঢাকার মনিটরিং এন্ড এনফোর্সমেন্ট উইং এর এক্সিকিউটিভ ম্যজিষ্ট্রেট কাজী তামজীদ আহমেদ চলতি মাসের ৪ মার্চে দেশের ময়মনসিংহ,১১ মার্চ গাজীপুর,১২ মার্চ নারায়ণগঞ্জ, ১৩ মার্চ ঢাকা, ১৪ মার্চ টাঙ্গাইল, আগামী ২৮ মার্চ মুন্সীগঞ্জ, ৩১ মার্চ ফরিদপুর ও ১ এপ্রিল মাদারীপুর জেলা/উপজেলা এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করবেন বলে জানাগেছে।#

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here