পাইকগাছার লস্কর মন্দিরে ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন ড. মসিউর রহমান

0
417

শতাধিক নারী-পুরুষের স্বাস্থ্যসেবা প্রদান

পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছায় শারদীয় দূর্গোৎসব উপলক্ষে লস্কর সার্বজনীন পূজা মন্দিরে মহা নবমীতে বিনা মূল্যে রক্তের গ্রুপ নির্ণয়, ডায়াবেটিস পরীক্ষা ও ঔষধ বিতরণ করা হয়েছে। সকাল ৯ টায় মন্দির চত্বরে প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা ড. মসিউর রহমান এ মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন। লস্কর ইউপি চেয়ারম্যান কে,এম আরিফুজ্জামান তুহিনের সভাপতিত্বে আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন, পূজা মন্দির কমিটির সভাপতি সাংবাদিক স্নেহেন্দু বিকাশ। বিশেষ অতিথি ছিলেন, জেলা আ’লীগ সহ-সভাপতি ও উপজেলা আহবায়ক গাজী মোহাম্মাদ আলী, বিএমএ’র দপ্তর সম্পাদক ও জেলা আ’লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক অধ্যাপক ডাঃ মোহাঃ শেখ শহীদ উল্লাহ, জেলা পরিষদ সদস্য ও উপজেলা আ’লীগের আহবায়ক শেখ কামরুল হাসান টিপু, আ’লীগনেতা আকতারুজ্জামান সুজা, ইউনিয়ন কমিটির সচিব বিভূতি ভূষণ সানা। এসময় উপস্থিত ছিলেন, মুক্তিযোদ্ধা দীলিপ কুমার রায়, আবুল কাশেম গাজী, সহকারী অধ্যাপক স্বপন কুমার সরদার, সহকারী প্রধান শিক্ষক ভূধর চন্দ্র মন্ডল, শেখ জুলি, উদয় মন্ডল, দিপংকর মন্ডল, সাংবাদিক অমল কৃষ্ণ মন্ডল প্রমুখ। স্বাস্থ্য ক্যাম্প থেকে শতাধিক নারী-পুরুষকে ডাঃ প্রশান্ত কুমার মন্ডল ও ডাঃ ইমতিয়াজ হোসেন চিকিৎসা প্রদান করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here