পাইকগাছার ৪টি শিক্ষা প্রতিষ্ঠানের একাডেমিক বহুতল ও উর্দ্ধমুখী সম্প্রসারিত ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

0
497

উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আবারো নৌকায় ভোট দিন : এমপি নুরুল হক
পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছা-কয়রার সংসদ সদস্য আলহাজ্ব এ্যাডঃ শেখ মোঃ নুরুল হক বলেছেন, শেখ হাসিনার নেতৃত্বে দেশে অভুতপূর্ব উন্নয়ন হয়েছে। শিক্ষা, স্বাস্থ্য, বিদ্যুৎ সহ দেশের সকল ক্ষেত্রে দৃশ্যমান উন্নয়ন প্রমাণ করে আওয়ামীলীগ ক্ষমতায় আসলে দেশের উন্নয়ন হয়। আর বিএনপি-জামাত ক্ষমতায় আসলে দেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়। এমপি হক আরো বলেন, দেশে একদিকে যেমন উন্নয়নের জোয়ার বইছে, তেমনি বঙ্গবন্ধু হত্যা, যুদ্ধাপরাধ ও ২১শে গ্রেনেড হামলার বিচার করার মাধ্যমে দেশে সুশাসন নিশ্চিত হয়েছে। ফলে দেশের মানুষ শান্তিতে বসবাস করার মাধ্যমে উন্নয়নের সুফল ভোগ করছে। উন্নয়নের এ ধারা অব্যাহত রাখতে এবং এলাকার অসমাপ্ত উন্নয়ন কাজ সম্পন্ন করতে আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকে আবারো ভোট দিয়ে আওয়ামীলীগের প্রার্থীকে বিজয়ী করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য এলাকাবাসীর প্রতি আহবান জানান। তিনি শনিবার পাইকগাছার হরিদাশকাটি বেগম জালাল মাধ্যমিক বালিকা বিদ্যালয়, কপিলমুনি জাফর আউলিয়া ফাজেল (ডিগ্রি) মাদরাসা, কপিলমুনি মেহেরুন্নেছা মাধ্যমিক বালিকা বিদ্যালয় ও হাবিবনগর ফাজিল মাদরাসাসহ ৪টি শিক্ষা প্রতিষ্ঠানের একাডেমিক বহুতল ভবন ও উর্দ্ধমুখী সম্প্রসারিত ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও জেলহত্যা দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। পৃথক অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর, আ’লীগনেতা আলহাজ্ব আব্দুর রাজ্জাক মলঙ্গী, রতন ভদ্র, উপাধ্যক্ষ আফছার আলী, জেলা পরিষদ সদস্য আব্দুল মান্নান গাজী, নাহার আক্তার, অধ্যক্ষ গোপাল চন্দ্র ঘোষ, হাবিবুল্লাহ বাহার, মাওঃ আব্দুস সাত্তার, ইউপি চেয়ারম্যান কওসার আলী জোয়াদ্দার, প্রধান শিক্ষক রহিমা আক্তার শম্পা, শহিদুল ইসলাম, নুরুজ্জামান, শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতি আসাদুল হক, শেখ আসাদুর রহমান পিয়ারুল, আলহাজ্ব ইয়াছিন আলী হাজরা, আ’লীগনেতা সরদার গোলাম মোস্তফা, যুগোল কিশোর দে, গোলক বিহারী মন্ডল, নির্মল মজুমদার, সাধন ভদ্র, শেখ হেদায়েত আলী টুকু, পরমানন্দ মন্ডল, প্রকাশ সরকার টুকু, সোহরাব হোসেন হাওলাদার, আমিরুল ইসলাম, যুবলীগনেতা শেখ আনিছুর রহমান মুক্ত, শেখ মাসুদুর রহমান, আব্দুর রাজ্জাক রাজু, উত্তম দাশ, জগদীশ চন্দ্র রায়, ইজাহার আলী, প্রণব কান্তি মন্ডল, সরদার জালাল উদ্দীন, শেখ কবিরুল ইসলাম কবির, শেখ রবিউল ইসলাম, আসিফ ইকবাল রনি, সঞ্জয় ঘোষ, উপজেলা ছাত্রলীগের সভাপতি এস,এম, মশিয়ার রহমান, সাধারণ সম্পাদক তানজিম মুস্তাফিজ বাচ্চু, পৌর সভাপতি মাসুদ পারভেজ রাজু, আজমল হোসেন বাবু, ইমরান হোসেন, তানভীর হোসেন রাসেল, শিক্ষার্থী তাহসিন আল হিনা, শ্রেয়শী মিথিলা ও সৌমি অধিকারী।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here