পাইকগাছায় আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে বিরোধপূর্ণ জমি দখল চেষ্টা : মুক্তিযোদ্ধার থানায় অভিযোগ

0
503

পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছায় প্রতিপক্ষদের বিরুদ্ধে আদালতের নিষেধাজ্ঞা ও ১৪৪ ধারা রায় ভঙ্গ করে বিরোধপূর্ণ জমিতে ঘেরা বেড়া সহ গাছপালা কর্তনের অভিযোগে মুক্তিযোদ্ধা এরফান আলী প্রতিকার চেয়ে থানায় অভিযোগ করেছেন। এ ঘটনাটি ঘটেছে, উপজেলার লস্করের চৌকিদার মোড়ে। এ সম্পত্তি নিয়ে দু’পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে।
জানা গেছে, লস্করে এস,এ ১৫৮ খতিয়ানের ১১৩৬, ১১৩৪, ১১২৩ সহ বিভিন্ন দাগে ৩.০৮ একর ডাঙ্গা ও বিলান জমি নিয়ে স্থানীয় মুক্তিযোদ্ধা এরফান আলী, খোদাবক্স সরদার ও প্রতিপক্ষ সফিদুর রহমান ও শফিকুল গংদের মধ্যে বিরোধ চলে আসছে। এ নিয়ে একাধিকবার হামলা, মামলা, পাল্টাপাল্টি অভিযোগ সহ দুর্বলের উপর সবলের নির্যাতনের অভিযোগ রয়েছে। এ বিষয়ে মুক্তিযোদ্ধা এরফান আলী প্রতিপক্ষ শফিকুল গংদের ভূমিদস্যু উল্লেখ করে অভিযোগ করেন, এ সম্পত্তির বিরোধ নিয়ে তিনি পাইকগাছা সহকারী জজ আদালতে দেওয়ানী ১৭৪/০৮ নং মামলা করলে আদালত স্থিতিবস্থার আদেশ দেন। অন্যদিকে, এ সম্পত্তি নিয়ে খোদাবক্স সরদার শফিকুল গংদের বিরুদ্ধে পাইকগাছা নির্বাহী আদালতে ১৪৪ ধারার মামলা করলেও তার পক্ষে রায় হয় বলে জানা গেছে। এরফান গংরা আরো অভিযোগ করেন, ইতোপূর্বে শফিকুল গংরা তাদের উপর বহু মারপিট ও মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানী করে আসছে এবং সর্বশেষ আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে বিরোধীয় জমিতে শফিকুল গংরা গাছপালা কেটে ঘেরা বেড়া দিয়ে সম্পত্তির চেষ্টা করলে এরফান আলী থানায় অভিযোগ করেছেন। এছাড়া ইতোপূর্বে এ সম্পত্তি নিয়ে আলমগীর গংরা পাল্টা ১৪৪ ধারার মামলা করলে আদালতের নির্দেশে লস্কর ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মোঃ এনামুল কবির তদন্ত প্রতিবেদনে এ জমিতে এরফান-খোদাবক্স গংদের ঘর-বাড়ি, পিতা-মাতার কবরস্থান সহ ভোগ দখলে থাকার তদন্ত প্রতিবেদন দিয়েছেন বলে জানা গেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here