পাইকগাছায় আদালতের রায় উপেক্ষা করে চিংড়ি ঘের জবর দখলের চেষ্টা : পুলিশের বাঁধা

0
426

বাবুল আক্তার : পাইকগাছায় আদালতের রায় ও ডিক্রি উপেক্ষা করে চিংড়ি ঘেরের সম্পত্তি জবর দখলের চেষ্টাকালে এলাকায় আতংক ছড়িয়ে পড়ে। বিষয়টি পুলিশকে জানালে থানাপুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। মঙ্গলবার সকালে নিতিশ সরকারদের দখলীয় ৩০ বিঘার চিংড়ি ঘের মোফজুলুর রহমান নুন্তুরা দু’শতাধিক বহিরাগত লোক নিয়ে চিংড়ি ঘের দখলের চেষ্টা চালায়। এ সময় নিতিশ সরকার থানাকে অবহিত করলে এস,আই আবু সাঈদ সঙ্গীয় ফোর্স নিয়ে বহিরাগতদের বিতাড়িত করে দেয়। অভিযোগে জানা যায়, উপজেলার আমুরকাটা মৌজায় আর,এস ১৬ এবং এস,এ ৩৩, ৩৬, ৪২ ও ৮২নং খতিয়ানে ১০.০৫ একর সম্পত্তি নিলাম বুনিয়াদে নুন্তুরা দাবী করে নি¤œ থেকে উচ্চ আদালত পর্যন্ত মামলা করে। যার নং- সিভিল দেঃ ১১৮/৮৯, আপীল দেঃ ৭/৯৪, হাইকোর্ট সি.আর ৭৪২/৯৫ মামলায় নিতিশ গংরা রায় ডিক্রি প্রাপ্ত হন। এদিকে, সেটেলমেন্ট কর্মকর্তা নুন্তুদের পক্ষে বিআরএস রেকর্ড প্রদান করায় যার বিরুদ্ধে আদালতে রেকর্ড সংশোধনীয় মামলা হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। এ ব্যাপারে নুন্তুরা জানায়, তাদের রেকর্ড ও খাজনা দাখিল অনুযায়ী জমি দাবিদার। এ ব্যাপারে ওসি এমদাদুল হক শেখ জানান, জায়গা জমি সংক্রান্ত পাইকগাছার আমুরকাটায় কিছু লোকের উপস্থিতি পরিবেশ অশান্ত করার চেষ্টা করছে। এমন সংবাদ পেয়ে পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়েছে। পরবর্তীতে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here