পাইকগাছায় কৃষি কলেজ সহ ৯টি প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করায় প্রধানমন্ত্রীকে অভিনন্দন

0
518

পাইকগাছা প্রতিনিধি : বাংলাদেশ আওয়ামীলীগের সভানেত্রী গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরদারের প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ৩ মার্চ বিকালে খুলনা সার্কিট হাউজ ময়দানে জনসভায় ভাষণের পূর্বে পাইকগাছা উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স, কপোতাক্ষ নদের উপর ব্রীজ, কৃষি কলেজ, হাবিবনগর মাদরাসা মোড় হতে ডুমুরিয়ার কাঠালতলা বাজার পর্যন্ত সড়ক, কপিলমুনি, লতা ও হরিঢালী ইউনিয়ন ভূমি অফিসের ভবন, উপজেলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, সাব-রেজিস্ট্রি অফিস ভবন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন, ভিত্তিপ্রস্তর স্থাপন ও খুলনা বিশ্ববিদ্যালয়ে পাইকগাছার কৃতি সন্তান বিশ্ববিখ্যাত বিজ্ঞানী আচার্য্য প্রফুল্ল চন্দ্র রায় কেন্দ্রীয় গবেষণাগার নির্মাণ করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন পূর্বক অভিনন্দন জানিয়েছেন। সাথে সাথে পাইকগাছা উপজেলাবাসীকেও প্রধানমন্ত্রীর মহা সমাবেশে শান্তিপূর্ণভাবে যোগদান করায় ধন্যবাদ জ্ঞাপন করে বিবৃতি দিয়েছেন, পাইকগাছা উপজেলা আওয়ামীলীগের আহবায়ক গাজী মোহাম্মদ আলী, সদস্য সচিব সাবেক উপজেলা চেয়ারম্যান রশীদুজ্জামান, পৌর আওয়ামীলীগের আহবায়ক সাবেক ভারপ্রাপ্ত মেয়র, জেলা পরিষদ সদস্য শেখ কামরুল হাসান টিপু, সদস্য সচিব সাবেক কাউন্সিলর হেমেশ চন্দ্র মন্ডল ও কৃষি কলেজটি লস্কর ইউনিয়নের অভ্যন্তরে হওয়ায় চেয়ারম্যান কে,এম, আরিফুজ্জামান তুহিন সহ ইউনিয়নবাসী।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here