পাইকগাছায় ঘন বসতি এলাকায় ইট ভাটা বন্ধে বিভিন্ন দপ্তরে অভিযোগ

0
732

বাবুল আক্তার : পাইকগাছার চাঁদখালী ইউপির ধামরাইলে কপোতাক্ষ নদের তীরে ঘন বসতি এলাকায় ইট ভাটা তৈরী বন্ধে এলাকার মানুষ এমপি, ডিসি সহ বিভিন্ন দপ্তরে অভিযোগ করেছেন। অন্যদিকে, ভাটা মালিকের হুমকি, ক্ষয়-ক্ষতির আশংকায় স্থানীয় কয়েক ব্যক্তির বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরী করেছেন। এ নিয়ে দু’পক্ষের মধ্যে ব্যাপক মতপার্থক্য সৃষ্টি হয়েছে।
এলাকাবাসীর বিভিন্ন দপ্তরের অভিযোগের প্রেক্ষিতে সরেজমিনে গেলে স্থানীয়রা জানান, ধামরাইল গ্রামের প্রভাবশালী ব্যক্তি মুনতাসির মামুন ও রফিকুল ইসলাম কপোতাক্ষ চর ভরাটি জমিতে পরিবেশ নষ্ট করে ঘন বসতি এলাকায় এসবিএম নামে একটি ইট ভাটা গড়ে তোলার চেষ্টা করছেন। স্থানীয় লোকচ সরদার, সাহেব আলী, হাবিবুর রহমান অভিযোগ করেন, ভাটা আইন অমান্য করে বন ও পরিবেশ নষ্ট করে এ প্রতিষ্ঠানটি করা হচ্ছে। এখানে ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান পরিবেশের হুমকির মুখে পড়বে বলে তারা অভিযোগ করেন। এ ঘটনায় স্থানীয় গ্রামবাসীদের মধ্যে লোকচ সরদার, সাহেব আলী সরদার, মোর্শেদ মোড়ল সহ অর্ধশত মানুষ প্রতিকার চেয়ে এলাকার সংসদ সদস্য, জেলা প্রশাসক, পরিবেশ ও বন মন্ত্রণালয়সহ বিভিন্ন দপ্তরে অভিযোগ করেছেন। অন্যদিকে, ভাটা মালিক মুনতাসির মামুন এ অভিযোগ অস্বীকার করে জানান, চর ভরাটি ডিডকৃত জমিতে সকল সরকারি নীতিমালা মেনে এ ভাটার কার্যক্রম শুরু হয়েছে। ভাটাটি গড়ে উঠলে বহু মানুষের কাজের সৃষ্টি হবে এবং এলাকার অর্থনীতিতে সুবাতাস বইবে। তিনি অভিযোগ করেন, উন্নয়ন বাঁধাগ্রস্থ করার জন্য কিছু মানুষ তার বিরুদ্ধে বিভিন্ন দপ্তরে মিথ্যা অভিযোগ করে পরিবেশ নষ্ট করার চেষ্টা করছেন। তার প্রতিষ্ঠানের ক্ষয়-ক্ষতির আশংকায় ইব্রাহিম শুভ বাদী হয়ে স্থানীয় বাবুল সরদার, রবিউল সানা, কেনা সরদার, রবিউল মোড়ল সহ অজ্ঞাত ৪/৫ জনের বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরী করেছেন। যার নং- ৩৫৮।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here