পাইকগাছায় চিংড়ি ঘেরে বাঁধ-বন্ধির ঘটনায় দু’পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ

0
318

নিজস্ব প্রতিবেদক : পাইকগাছায় ভোগ দখলীয় চিংড়ি ঘেরে বাঁধ-বন্ধির ঘটনায় দু’পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। এ নিয়ে একে অপরের বিরুদ্ধে পাল্টা অভিযোগ তুলেছেন। ঘের মালিকদের পক্ষ থেকে উত্তর আমিরপুরের মৃত শাহজাহান আলী সানার মেয়ে আসমা বেগম প্রতিপক্ষ ডিড মালিকদের বিরুদ্ধে থানায় অভিযোগ করেছেন। এদিকে, এ বিষয়টি সংসদ সদস্য পর্যন্ত গড়ালে তিনি শান্তিপূর্ণ সমাধানের নির্দেশ দিয়েছেন বলে জানা গেছে।
থানায় দায়ের করা অভিযোগের সূত্র ধরে বাদী আসমা ও তার ভাই ইমরান হোসেন জানান, গড়ইখালী ও লস্কর দু’ইউপি সীমান্তে নূরপুর-আমিরপুর মৌজার ওয়াপদার ভিতরে ৯০ বিঘা ও বাইরে ১১০ বিঘা জমিতে পৈত্রিক ও ডিড মূলে চিংড়ি ঘের করে আসছি। যার মেয়াদ এখনও চলমান রয়েছে। কিন্তু এ চিংড়ি ঘেরের মধ্যে ২০১৮ সালে ইউপি সদস্য আব্দুস সালাম কেরু ওয়াপদার বাইরের অংশ থেকে জাহাঙ্গীর বকুল গংদের কাছ থেকে ৩.৮৪ একর সম্পত্তি ডিড করে নিলে তারা এওয়াজ মূলে সাড়ে ৭ বিঘা সম্পত্তি পৃথক করে চিংড়ি ঘের করে। এক পর্যায়ে ২০১৮ সালের হারীর টাকা নিয়ে দু’ঘের মালিকের উকিল নোটিশ চালাচালী হয়। সর্বশেষ এ মৌসুম শুরুতে উপজেলা আ’লীগনেতা বিভূতি ভূষণ সানার মধ্যস্থতায় বকেয়া ৭৬ হাজার হারীর টাকা আব্দুস সালাম কেরু গংরা বুঝে নেয় বলে জানা গেছে। এ বিষয়ে অপর ঘের মালিক সঞ্জীব কুমার রায় অভিযোগ করেন, সম্প্রতি আ’লীগনেতা বিভূতি সানার উপস্থিতিতে আমীন দ্বারা পরিমাপ করে প্রতিপক্ষ ডিড মালিকের সম্পত্তি তাদের জমির উপর দিয়ে বাঁধ দিয়ে পৃথক করার সিদ্ধান্ত হয়। কিন্তু এ সিদ্ধান্ত উপেক্ষা করে পেশী শক্তি বলে আমার ডিডকৃত জমি সহ জাহাঙ্গীর-বকুল গংরা ড্রেজার মেশিন দিয়ে বাঁধ দিচ্ছেন। এ ঘটনায় শাহজাহান সানার মেয়ে আসমা বেগম বাদী হয়ে আব্দুস সালাম কেরু, রবিউল গাজী খানজে’র বিরুদ্ধে থানায় অভিযোগ করেছেন। মধ্যস্থতাকারী বিভূতি ভূষন সানা ঘটনার সত্যতা স্বীকার করে জানান, উভয়পক্ষের সিদ্ধান্ত মতে সঞ্জীবের ঘেরের এক পাশ থেকে জাহাঙ্গীর-বকুল গংরা কাগজ মূলে তাদের সম্পত্তি নিজেদের খরচে বাঁধ দিবেন বলে সিদ্ধান্ত হয়। এ বিষয়ে গড়ইখালী ইউপির প্যানেল চেয়ারম্যান আব্দুস সালাম কেরু তার বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করে বলেন, উভয়ের মধ্যে সম্পত্তি নিয়ে বিরোধ থাকায় বিতর্ক এড়াতে আমার ডিডকৃত সম্পত্তি ছেড়ে দিয়েছি। এখন জমির মালিকরা তাদের সম্পত্তি পৃথক করে নিচ্ছেন। জমির মালিক জাহাঙ্গীর-বকুল বলেন, ইউপি সদস্য আব্দুস সালাম কেরুকে দোষ দিয়ে লাভ নেই আমাদের সম্পত্তি পৃথক করে নিচ্ছি। সর্বশেষ এ ঘটনাটি এমপি আকতারুজ্জামান বাবু পর্যন্ত গড়ালে তিনি শান্তিপূর্ণ সমাধানের জন্য নির্দেশনা দিয়েছেন বলে জানা গেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here