পাইকগাছায় জলমহলে হামলা-লুটপাট, বাসা-বাড়ী ভাংচুর : থানায় অভিযোগ

0
420

পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছায় নগরশ্রীরামপুর মৎস্যজীবী সমবায় সমিতির ইজারাকৃত জলকরে আব্দুল ফকির গংরা মারপিট, বাসা-বাড়ী ভাংচুর, বাঁধ কর্তন সহ মাছ লুটপাটের ঘটনায় পাইকগাছা থানায় অভিযোগ দায়ের হয়েছে। ঘটনাটি উপজেলার হরিদাশকাটি মৌজায়।
জানা যায়, উপজেলার নগরশ্রীরামপুর মৎস্যজীবী সমবায় সমিতির সম্পাদক রবীন্দ্রনাথ বিশ্বাস পাইকগাছা উপজেলা ভূমি অফিস থেকে হরিদাসকাটি মৌজার এস,এ ১নং খতিয়ানের ১৫৩, ২০৬, ১২৭০ ও ৯১৪ দাগ হতে ৮.৯২ একর জমি গত ১৭/০৪/২০১৭ তারিখে ৩৮৮ (৩) নং স্মারকে ৩ বছরের জন্য ইজারা নেন। সমিতি ইজারা পাওয়ার পর উক্ত জলমহলে প্রায় ৫ লাখ টাকার বিভিন্ন প্রজাতির মাছ ছেড়ে মৎস্য চাষ করে আসছে। কিন্তু হরিদাশকাটি গ্রামের আব্দুল, হালিম, মোমিন, আল-আমিন ফকির ও শেখ আনিছুর রহমান লোভের বশবর্তী হয়ে অজ্ঞাত আরো ৭/৮জন লোক নিয়ে বৃহস্পতিবার সকালে অবৈধ অনুপ্রবেশ করে জলকরের ডিউটিরত নাসিরউদ্দীনকে মারপিট পূর্বক বাসাবাড়ি ভাংচুর, বাঁধ কর্তন করে প্রায় ২ লাখ টাকার ক্ষতি সাধন করে এবং তারা লক্ষাধিক টাকার মাছ ধরে লয়। এ ব্যাপারে সমিতির সম্পাদক রবীন্দ্রনাথ বিশ্বাস বাদী হয়ে আব্দুল ফকির সহ ৫ জনের নাম উল্লেখ পূর্বক আরো ৭/৮জন অজ্ঞাত ব্যক্তির নামে পাইকগাছা থানায় অভিযোগ দাখিল করেছে। ডিউটি অফিসার আবু হানিফ জানান, অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here