পাইকগাছায় টানা ভারী বর্ষণে ইট ভাটায় লাখ লাখ টাকার ক্ষতি

0
421


পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছায় ৪ দিনের টানা ভারী বর্ষণে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ভেঙ্গে পড়েছে প্রত্যান্ত এলাকার যোগাযোগ ব্যবস্থা। সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে ইট ভাটায়। প্রত্যেকটি ইট ভাটায় কয়েক লাখ টাকার কাঁচা ইট নষ্ট হয়ে ব্যাপক ক্ষতির সম্মুখিন হয়েছেন ভাটা মালিকরা। উল্লেখ্য, বৈরী আবহাওয়ার প্রভাবে গত সোমবার থেকে এলাকায় ঝড় বৃষ্টি শুরু হয়। যা টানা ৪ দিন অব্যাহত থাকে। এর ফলে মৌসুমী ফসল সহ কৃষি ফসলের ক্ষতি হয়। অসংখ্য গাছ পালা ভেঙ্গে ও উপড়ে যায়। ২ দিন বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে গোটা এলাকা। রাস্তায় পানি ও কাঁদা জমে ভেঙ্গে পড়েছে গ্রামীন জনপদের যোগাযোগ ব্যবস্থা। টানা ৪ দিনের বৃষ্টিপাতে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে ইট ভাটা গুলোতে। বেশিরভাগ ভাটায় পানি জমে নষ্ট হয়ে গেছে লাখ লাখ কাঁচা ইট। এসকেবি বিকস্ এর মালিক সমীরণ সাধু জানান, টানা বর্ষণে ভাটার ৫ লাখ কাঁচা সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে এবং এই নষ্ট ইট পরিষ্কার করার জন্য কয়েক’শ শ্রমিকের প্রয়োজন। সব মিলিয়েই টানা বর্ষণে প্রায় ২৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ভাটা মালিক সমীরণ সাধু জানান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here