পাইকগাছায় তালাকপ্রাপ্ত স্ত্রী কর্তৃক সাবেক স্বামীর বাড়িতে ভাংচুরের অভিযোগ

0
504

পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছায় তালাকপ্রাপ্ত স্ত্রী ও তার লোকজনের বিরুদ্ধে সাবেক স্বামীর বাড়িতে ঢুকে হামলা, ভাংচুর, ক্ষয়-ক্ষতির অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় থানায় অভিযোগ হলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনাটি ঘটেছে, শনিবার সকালে উপজেলার রাড়–লী ইউপির ৪নং ওয়ার্ডে।
থানায় দায়ের করা অভিযোগ ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, শনিবার সকাল ১০টার দিকে উপজেলার রাড়–লী ইউপির ভবানীপুরের নূর উদ্দীন গাজীর মেয়ে হোসনেয়ারা পরিবারের সদস্যদের নিয়ে রাড়–লীর ৪নং ওয়ার্ডস্থ মৃত অমর গাজীর ছেলে বিল্লাল গাজীর বাড়ীতে ঢোকে। হোসনেয়ারার সাবেক স্বামী বিল্লালের ঘরে ঢুকে আলমারী খুলে থালা বাসন, আসবাবপত্র ও বিভিন্ন মূল্যবান জিনিসপত্র নিয়ে য্ওায়ার চেষ্টা করে। এ সময় বাড়ি কোন পুরুষ সদস্য না থানায় মহিলারা জোড়ো হয়ে ঠেকানোর চেষ্টার করলে দু’পক্ষের মধ্যে ধস্তাধস্তি, মারপিট, জিনিসপত্র ভাংচুর ও ক্ষয়-ক্ষতি করে। বিল্লাল অভিযোগ করেছেন, ২০১৫ সালে হোসনেয়ারাকে তালাক দেন। এরপর হোসনেয়ারা নারী ও শিশু কোর্টে আমার পরিবারসহ একাধিক ব্যক্তির বিরুদ্ধে মামলা করলে এ মামলায় বিল্লাল ৩ মাসের জেলহাজতে ছিলেন। বিল্লালের পরিবারের সদস্যরা অভিযোগ করেছেন, ঘটনার দিনে অনাধিকার প্রবেশ করে বাড়িতে ঢুকে ভাংচুর, সম্পদের ক্ষতি সাধন ও টাকা-পয়সা নিয়ে চলে যায়। এ ঘটনায় বিল্লালের বড় ভাই সিদ্দিক গাজী বাদী হয়ে রোববার হোসনেয়ারা ও তার পিতা নুর উদ্দীন, ভাই সিদ্দিক সহ অজ্ঞাতনামাদের বিরুদ্ধে থানায় অভিযোগ করেছেন। এর প্রেক্ষিতে এস,আই আশিকুজ্জামান ও আব্দুল মান্নান ফকির ঘটনাস্থল পরিদর্শন করে অভিযোগের প্রাথমিক সত্যতা পেয়েছেন বলে জানিয়েছেন। স্থানীয় ওয়ার্ড সদস্য আব্দুল মজিদ গোলদার ঘটনার বর্ণনা দিয়ে বলেন, বিগত দিনে ইউপি চেয়ারম্যানসহ আমরা এ বিষয়টি মীমাংসার চেষ্টা করেও সফল হতে পারেনি। বাড়ী ঢুকে এ ধরণের ঘটনা দুঃখজনক বলে তিনি মন্তব্য করেন। এ অভিযোগ সম্বন্ধে হোসনেয়ারা বলেন, ঘটনার দিনে ছেলে সাগরকে নিয়ে বাড়িতে বই আনতে গেলে বাড়ির লোকজন আমাকে মারপিট করে। এ সময় কোন ভাংচুরের ঘটনা ঘটেনি ও আমার পরিবারের কেউ উপস্থিত ছিল না।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here