পাইকগাছায় প্রতিপক্ষের হাতুড়ী পেটায় যুবক রক্তাক্ত জখম

0
393

নিজস্ব প্রতিবেদক, পাইকগাছা: পাইকগাছায় প্রতিপক্ষের উপর্যুপরি হাতুড়ী পেটায় মাহমুদুল হাসান নামে এক যুবক রক্তাক্ত জখম হয়ে খুমেক হাসপাতালে ভর্তি হয়েছে। মাথায়, পিঠে, দু’পায়ের হাটুতে মারাত্মক আঘাতপ্রাপ্ত অবস্থায় আহত মাহমুদুলকে শুক্রবার সন্ধ্যায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এরপর তার শারীরিক অবস্থার অবনতি ঘটলে শনিবারে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে। এদিকে ক্ষতিগ্রস্থ পরিবারের অভিযোগ প্রতিপক্ষরা নিজেদের শরীরের বিভিন্ন স্থানে কেটে-কুটে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছেন। ঘটনাটি ঘটেছে, শুক্রবার সাড়ে ৬ টার দিকে উপজেলার ভিলেজ পাইকগাছা গ্রামে।
এলাকাবাসী ও আহত পরিবারের অভিযোগ শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে আহত মাহমুদুলের বোন হেনা খাতুনের শিশুকন্যাকে একই এলাকার ভ্যান চালক আক্তার সানা চিমটি কাটলে সে ব্যথা পেয়ে কান্নাকাটি শুরু করে। এ বিষয়ে হেনা ও আক্তার সানার মধ্যে তর্ক-বিতর্ক হয়। এক পর্যায়ে মাহমুদুল বাড়ী থেকে বেরিয়ে এসে ঘটনা জানার চেষ্টা করলে উভয়ের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময়কালে স্থানীয় লোকজনের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়। হেনা অভিযোগ করেছেন, সন্ধ্যার পূর্ব মুহুর্তে আক্তার, তার ছেলে সবুজ এবং স্ত্রীকে নিয়ে পরিকল্পিতভাবে মাহমুদুলের উপর হামলা চালায়। এক পর্যায়ে পার্শ্ববর্তী ফার্নিচার ঘর হতে হাতুড়ী এনে মাহমুদুলের মাথা, দু’পায়ের হাটুসহ শরীরের বিভিন্ন স্থানে উপর্যুপরি পিটিয়ে রক্তাক্ত জখম করে। মাহমুদুলের চিৎকারে তার অসুস্থ স্ত্রী ঠেকাতে আসলে তাকেও বেদম মারপিট করে। আক্তারদের হামলায় মাহমুদুল অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেলে স্থানীয় লোকজন রক্তাক্ত জখম অবস্থায় তাকে পাইকগাছা হাসপাতালে ভর্তি করে। স্থানীয়দের অভিযোগ এর আগেও সবুজ ও আক্তার কয়েকজনকে এমনিভাবে পিটিয়ে রক্তাক্ত জখম করার কারণে মাথা ফাটানো সবুজ নামে পরিচিত হয়েছে। পাইকগাছা হাসপাতালের কর্তব্যরত ডাক্তার মাহমুদুলের অবস্থা বেগতিক দেখে তাকে শনিবার খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় মামলার প্রস্তুতি চলছিল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here